বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘পাকিস্তান দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

এক সময়ের দুর্দান্ত পাকিস্তান দল আজ যেন কেবল ছায়া। ব্যর্থতার মিছিল থামছেই না। নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, ম্যান ইন গ্রিনরা বুঝি ভুলে গেছে ক্রিকেট কীভাবে খেলতে হয়।

টি–টোয়েন্টি সিরিজে ৪–১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজেও দুই ম্যাচেই হার, এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া। এই সিরিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড খেলছে পূর্ণ শক্তির দল ছাড়াই, সেটাও আর অজানা নয়!


বিজ্ঞাপন


এই বিবর্ণ পাকিস্তানের হতাশাজনক দেখে বিরক্ত দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই। তারাও প্রতিনিয়ত সমালোচনা করছেন বাবর আজমদের। সহ্য করতে না পেরে সাবেক ক্রিকেটার বাসিত আলী ফেটে পড়ছেন হতাশায়। নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ ঝাড়তে গিয়ে একেবারে হাড়ভাঙা সত্যটাই বলে ফেললেন তিনি। 

পাকিস্তানের এই দলটা সমর্থকদের সঙ্গে প্রতারণা করছে জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমি জানি না, আমরা ঠিক কোন যুগের ক্রিকেট খেলছি। মিচেলের (মিচেল হে ৭৮ বলে ৯৯ রান) আউটের পর বাজে অধিনায়কত্ব হয়েছে। আমি শুধু বলতে পারি, এটা পাকিস্তান দল নয়।’

সিরিজের শেষ ম্যাচটা না খেলেই পাকিস্তানের বাড়ি ফিরে যাওয়া উচিত জানিয়ে তিনি বলেন, ‘তৈয়ব তাহির (২৯ বলে ১৩) ছাড়া এক থেকে ছয় নম্বর পর্যন্ত (ব্যাটিংয়ে নামা পাকিস্তানের) ব্র্যাডম্যানরা সবাই এক অঙ্কে ছিল। আমার মনে হয় তৃতীয় ম্যাচটা না খেলে পাকিস্তানের বলা উচিত—তোমরা (সিরিজ) জিতে গেছ, তাই আমাদের বাড়ি যেতে দাও; বাড়ির জন্য আমাদের মন কাঁদছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন