শোবিজ তারকাদের সংসার ভাঙার গুঞ্জন নতুন কিছু নয়। তবে কিছু বিচ্ছেদের খবর ভাক্তদের মনে দাগ কেঁটে দেয়। হ্যাপি কাপল হিসেবে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ বরখা বিস্ত-ইন্দ্রনীল সেনগুপ্ত। দীর্ঘ চৌদ্দ বছর এক ছাদের নিচে বসবাস করেছেন। এরপর ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে ঘর ছাড়েন অভিনেত্রী। এরপর থেকেই আলাদা আছেন।
বিজ্ঞাপন
তৃতীয় ব্যক্তির আগমেন সুখের সংসারে ফাটল ধরে তারকা জুটির। সম্প্রতি বিচ্ছেদের বিষয় প্রকাশ্যে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, স্বামীর প্রতারণাই তাদের বিচ্ছেদের কারণ। এবার বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইন্দ্রনীল।
তাদের বিয়েকে ‘ব্যর্থ’ আখ্যা দিতে নারাজ অভিনেতা। তিনি মনে করেন, বিবাহ বিচ্ছেদ তার মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটিয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেতা বলেন, “সম্পর্কের প্রথম দিন থেকে আমাদের ব্যক্তিসত্ত্বা ভীষণ আলাদা। দিন যত গড়িয়েছে, আমাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব আরও প্রকট হয়ে উঠেছে। ব্যর্থ শব্দটির সঙ্গে আমি সহমত নই। কোনো কিছুই ব্যর্থ হয়নি।” বরখার সঙ্গে ১৪ বছরের বৈবাহিক জীবন সফল বলেই মনে করেন অভিনেতা।
২০০৮ সালে গাঁটছড়া বাঁধেন ইন্দ্রনীল-বরখা। ২০১১ সালে তাঁদের মেয়ে মীরার জন্ম হয়। তাঁদের বিচ্ছেদের পর মায়ের সঙ্গেই থাকে ১৩ বছরের মীরা। জীবনের নানা টানাপোড়েনের মধ্যে ২০২২ সালে আইনিভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারকা দম্পতি।