রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বিশ্বকাপে কখন-কোথায় বাংলাদেশের খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে কখন-কোথায় বাংলাদেশের খেলা

দেখতে দেখতে চলে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল গ্রুপ পর্বের খেলা দিয়ে শুরু হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষ হবে ২৯ জুন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। এর মাধ্যমে এবারই প্রথম আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজিত হবে আমেরিকায়, এবং দেশটিও প্রথমবারের মত খেলবে বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে গ্রুপ- ‘ডি’ তে। তাদের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও নেপাল। 

এবারের আসরে খেলা হবে দুই দেশের মোট ৯টি ভেন্যুতে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৩টি এবং ওয়েস্ট ইন্ডিজের ৬টি ভেন্যুতে হবে ম্যাচগুলো। আমেরিকার ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাস ও ওয়েস্ট ইন্ডিজের এন্টিগা, বার্বাডোজ, গায়ানা, সেইন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট এবং ট্রিনিদাদ এন্ড টোবাগোতে হবে ম্যাচগুলো।


বিজ্ঞাপন


আগের আট বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এবারের বিশ্বকাপ। কারণ এত বড় পরিসরে কখনো কোনো বিশ্বকাপের আয়োজন করেনি আইসিসি। এর আগে একাধিক দেশে বিশ্বকাপ আয়োজন হলেও অনুষ্ঠিত হয়নি এত ম্যাচ। যেহেতু এবার সর্বমোট ২০ দল অংশ নিচ্ছে তাই স্বাভাবিকভাবেই বেড়েছে ম্যাচের সংখ্যা।

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের ডালাসে হবে ম্যাচটি। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে।

বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

রিজার্ভ খেলোয়াড়: আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

এক নজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
তারিখ দল  ভেন্যু   সময় 
৮ জুন          শ্রীলঙ্কা-বাংলাদেশ   ডালাস,যুক্তরাষ্ট্র সকাল ৬টা ৩০ মিনিট
১০ জুন         দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ   নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র   রাত ৮টা ৩০ মিনিট
১৩ জুন        বাংলাদেশ-নেদারল্যান্ডস   সেন্ট ভিনসেন্টে,ওয়েস্ট ইন্ডিজ   রাত ৮টা ৩০ মিনিট
১৭ জুন          বাংলাদেশ-নেপাল সেন্ট ভিনসেন্টে,ওয়েস্ট ইন্ডিজ    ভোর ৫টা ৩০ মিনিট

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর