চার-ছক্কার বন্যা বইয়ে ক্রিকেটপ্রেমীদের উদ্দীপনায় রাঙাতে আরও একবার আগ্রাসী ক্রিকেটের পসরা নিয়ে হাজির টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের আসসেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে বিশটি দল। টেস্ট খেলুড়ে দেশগুলোর পাশাপাশি এবার ক্রিকেটের উন্মাদনায় মাতবে উগান্ডা, নামিবিয়ার মতো দেশগুলোও।
দল বেশ হওয়ায় এবার ম্যাচও হবে বেশি, ফলে বিশ্বকাপের উন্মাদনা আগের সব আসরকে ছাড়িয়ে যাবে— এমনটাই ধারণা করছেন সবাই।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে এবার বাড়তি নজর থাকবে বিরাট কোহলি, রোহিত শর্মা, জস বাটলার, ট্রাভিস হেডের ওপর। অভিজ্ঞ এসব ক্রিকেটার আরও একবার বড় মঞ্চে নিজ দেশের হয়ে স্মরণীয় সব পারফর্ম্যান্স উপহার দেবেন— এমনটাই ভাবছেন দর্শকরা। একই সঙ্গে এবারের আসর রাঙাবেন হ্যারি ব্রুক, ক্যামেরন গ্রিন, উইল জ্যাকস, শিবম দুবের মতো অনেক তরুণ ক্রিকেটার।
চলুন জেনে নেওয়া যাক যে ৫ তরুণের ওপর বাড়তি নজর থাকবে এবারের বিশ্বকাপে:
১. যশ্বসী জয়সোয়াল
বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাট হাতে ম্যাচ ওপেন করবেন জয়সোয়াল। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছেন তিনি। গত বছর ওয়েস্ট ইন্ডিজেই শুরু হয়েছিল তরুণ এই ভারতীয় ওপেনারের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা। লাল বলের ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই ক্যারিবীয়দের বিপক্ষে ১৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। এরপর থেকে ভারতের হয়ে ৯টি টেস্ট এবং ১৭টি টি-টোয়েন্টিতে ব্যাট হাতে প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপেও তাই জয়সোয়ালের দুর্দান্ত পারফর্ম্যান্স দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
বিজ্ঞাপন
২. উইল জ্যাকস
ইংলিশ তরুণ এই ব্যাটার এবার আইপিএলে দারুণ খেলেছেন। ব্যাট হাতে ৮ ম্যাচে তিনি করেছেন ২৩০ রান, তার ব্যাটিং গড় ও স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৩২.৮৬ ও ১৭৫.৫৭। এছাড়া আহমেদাবাদে ৪১ বলে দুর্দান্ত এক শতকও হাকিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১৩টি টোয়েন্টি খেলেছেন তিনি। ইংলিশদের তৃতীয় শিরোপা জয়ের মিশনে তিনি একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
৩. ট্রিস্টান স্টাবস
দিল্লী ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার। ২৩ বছর বয়সী প্রোটিয়া এই ব্যাটার ৩৭৮ রান করেছেন ৫৪ গড়ে। এমনকি তার স্ট্রাইক রেটও ছিল ঈর্ষণীয়। তিনি ব্যাট করেছেন ১৯০ স্ট্রাইক রেটে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়ানংখেড়ে স্টেডিয়ামে তিনি খেলেছেন ২৫ বলে ৭১ রানের এক দুর্দান্ত ইনিংস।দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে আছেন এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলারের মতো মারকুটে ব্যাটার। এদের সঙ্গে স্টাবসের মতো তরুণ ব্যাটারের উপস্থিতি অবশ্যই প্রোটিয়াদের শক্তি যোগাবে
৪. রাচিন রবীন্দ্র
গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছিল রাচিনের। এরপর থেকেই আলোচনায় আছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ দিয়েই তারকা খ্যাতি পেয়ে যান তরুণ এই ক্রিকেটার।
এরপর এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। ১০ ম্যাচে তিনি করেছেন ২২২ রান। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে তার স্ট্রাইক রেটও ছিল ১৬০। নিউজিল্যান্ডের হয়ে এবারের বিশ্বকাপেও তিনি গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। কিউঈদের শিরোপা জয়ের মিশনে তার দিকেও থাকবে ক্রিকেটপ্রেমীদের বাড়তি নজর।
৫. তাওহিদ হৃদয়
বিশ্বকাপের আগে অফ-ফর্মে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। দীর্ঘদিন ধরেই হাসছে না লিটন দাসের ব্যাট, ধারাবাহিক ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন অধিনায়ক নাজমুল শান্তও। একই সঙ্গে লাল-সবুজের দলের ওপেনিং জুটি নিয়েও নেই কোনো নিশ্চয়তা। তবে এই দলে এবারের টুর্নামেন্টে অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছেন তাওহীদ হৃদয়।
তরুণ এই টাইগার ব্যাটার বড় শট খেলতে পারেন, আছেন ফর্মে। মিডল অর্ডার এই ব্যাটার বাংলাদেশের হয়ে ১৯ ইনিংস ব্যাট করে করেছেন ৪৫৪ রান। বিশ্বকাপে বাংলাদেশের এই ব্যাটার কেমন করেন তাতে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।