সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

আইসিসির নির্দেশে শেষ মুহূর্তে বদলে গেল বিশ্বকাপের জার্সি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

আইসিসির নির্দেশে শেষ মুহূর্তে বদলে গেল বিশ্বকাপের জার্সি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। ২ জুন আইসিসির এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পা রাখার জন্য উড়াল দিবেন উগান্ডার ক্রিকেটাররা। নবম আসরে এবারই প্রথম আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দেশটি।

ফলে দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ উপলক্ষ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেখান থেকে গত ফেব্রুয়ারিতে মাঙ্গেনি ইলিয়াসের করা ডিজাইন বেছে নিয়েছে দেশটির বোর্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিশ্বকাপের জার্সি উন্মোচন করে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন। মূলত দেশটির পতাকার রঙ হলুদকে প্রাধান্য দেওয়া হয়েছে জার্সিতে। জার্সির হাতায় সারস পাখির পালকযুক্ত প্যাটার্ন ছিল। 


বিজ্ঞাপন


তবে সে ডিজাইনে আপত্তি তোলে আইসিসি। হাতায় উজ্জ্বল রঙের হওয়ার কারণে সেখানে থাকা স্পনসরের লোগো বোঝা যাচ্ছিল না ভালোভাবে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি উগান্ডাকে জানায়, জার্সিটি তাদের প্রয়োজনীয়তা মেটাতে পারেনি। এরপর উগান্ডা ক্রিকেট থেকে হাতার সেই ডিজাইন প্রায় মুছেই ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

1716997273371_Uganda-T20-World-Cup-2024-VK84Jk

আর ট্রাউজারেও ওই পালকযুক্ত প্যাটার্ন ছিল মোটা আকারে, যেটি ছোট করে রেখে দেয় তারা। আসন্ন বিশ্বকাপের জন্য নির্ধারিত হওয়া উগান্ডার জার্সিতে এসব পরিবর্তন দেখেই আসলে দেশটির ক্রিকেটাঙ্গনে ঝড় উঠেছিল। যেখানে আফ্রিকান এই দেশের জাতীয় পাখি ধূসর রঙের সারসের পালক দিয়ে তৈরি নকশা ছিল। সেসব তাদের মুছে ফেলতে হয় আইসিসির আদেশে।

প্রথম পছন্দের জার্সি নিয়ে খেলতে পারছে না তাই উগান্ডানরা। এ নিয়ে উগান্ডার ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি দেনিশ বলেন, 'আইসিসি ডিজাইনে একটা বদল আনতে বলেছিল কিন্তু প্রয়োজনীয় বদল করার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় ছিল না এবং বিজয়ী নির্বাচিত হওয়া ডিজাইনটিতে কিছু আপস করতে হয়েছিল। আমরা শুধু ২০ ভাগের মতো মূল ডিজাইন থেকে হারিয়েছি, কিন্তু ডিজাইনের বাকিটুকু যেমন ছিল তেমনই আছে।'


বিজ্ঞাপন


জার্সি বিতর্ক পেছনে ফেলে প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা উপভোগই করতে চাইবেন উগান্ডার ক্রিকেটাররা। উগান্ডানদের সামনে যে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের মুখোমুখি হওয়ার সুযোগ অপেক্ষা করছে। গ্রুপ সিতে তারা আরেক প্রতিপক্ষ হিসেবে পাবেন পাপুয়া নিউগিনিকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর