টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই চার-ছক্কার দ্রুতগতির ক্রিকেট। একের পর এক রেকর্ড ভাঙা-গড়া, সবমিলিয়ে রোমাঞ্চকর এক আসর। একাধিক তারকা ক্রিকেটারদের সামনে হাতছানি দিচ্ছে নতুন রেকর্ড। পুরো টুর্নামেন্ট জুড়ে ভাঙতে পারে এমন রেকর্ড রয়েছে অনেক।
সর্বোচ্চ অর্ধশতক: বিরাট কোহলির পেছনে রোহিত
বিজ্ঞাপন
বিশ্বকাপের মতো মঞ্চে সেঞ্চুরি করাটা তুলনামূলক কঠিন, তবে অর্ধশতক হাঁকানোতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার শীর্ষে রয়েছেন ভারতের বিরাট কোহলি। ২৭ ম্যাচে ১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে এ ডানহাতি ব্যাটারের। এই রেকর্ডে কোহলির জন্য হুমকি তার সতীর্থ রোহিত শর্মা। হিটম্যান খ্যাত এই তারকার ৩৯ ম্যাচে অর্ধশতক ৯টি।
সর্বোচ্চ রান: কোহলি
টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক এখন বিরাট কোহলির। ২৭ ম্যাচে ১১৪১ রান বিরাট কোহলির। নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সময় কিং কোহলির। এদিকে তার সতীর্থ রোহিত শর্মার সুযোগ রয়েছে দ্বিতীয়তে ওঠার। ৩৯ ম্যাচ খেলে রোহিতের রান এখন ৯৬৩, রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।
সর্বোচ্চ সেঞ্চুরি: গেইলের রেকর্ডে ইংলিশ ব্যাটার জস বাটলারের হুঙ্কার
বিজ্ঞাপন
বিশ্বকাপে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের। এক সেঞ্চুরি করা ব্যাটারের মধ্যে রয়েছেন শুধু বাটলার। তার সামনে গেইলের রেকর্ড ভাঙার হাতছানি।
এক আসরে সর্বোচ্চ রান
গত আট বিশ্বকাপের মধ্যে তিনবার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভারতের বিরাট কোহলি। ২০১৬ আসরে ২৭৩ রান, ২০১৪ আসরে ৩১৯ রান ও ২০২২ আসরে ২৯৬। বাংলাদেশে আয়োজিত ২০১৪ আসরের ওই রানই এখন পর্যন্ত এক আসরে টুর্নামেন্ট সর্বোচ্চ। সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইটা এবার হতে পারে সময়ের সেরা দুই ব্যাটার কোহলি ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের মধ্যে।
সর্বোচ্চ উইকেট: সাকিবের প্রতিদ্বন্দ্বী নেই
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ৪৭ উইকেট নিয়ে সবার শীর্ষে সাকিব আল হাসান। তারপর দুই থেকে সাত পর্যন্ত যারা আছেন, তাদের কেউই এবারের নবম আসরের বিশ্বকাপে নেই। সাকিবের রেকর্ড ভাঙার পথে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী দশে থাকা লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৬ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন এই স্পিনার।
এক আসরে সর্বোচ্চ উইকেট
এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ওয়ানিন্দু হাসারাঙ্গার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ উইকেট নিয়েছিলেন লঙ্কান এ স্পিনার। ওই আসর হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের স্পিনবান্ধব উইকেটে। এবার হাসারাঙ্গাকে টপকে নতুন রেকর্ড গড়ার সুযোগ অন্যদের কাছে।
সর্বোচ্চ ক্যাচ: ডি ভিলিয়ার্সকে টপকে যাবেন গাপটিল-ওয়ার্নার
৩০ ম্যাচে ২৩টি ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি ক্যাচ দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। ১৯টি ক্যাচ নিয়ে তার পেছনেই নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ১৮টি ক্যাচ নিয়ে তিনে থাকা ওয়ার্নারেরও থাকছে সুযোগ। ভারত অধিনায়ক রোহিতের আছে ১৬টি ক্যাচ।