রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

T20 World cup 2024

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা করল আইসিসি, খালি হাতে ফিরবে না কেউই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা করল আইসিসি

মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০টি দলের অংশগ্রহণে আগামী ২৯ জুন পর্যন্ত চলবে চার-ছক্কার ধুন্ধুমার আসর। সবচেয়ে বেশি দলের ক্রিকেট বিশ্বকাপও বলা যায় এবারের আসরকে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া এবারের বৈশ্বিক আসরে চারটি গ্রুপ থেকে সেরা আটটি দল জায়গা করে নিবে সুপার এইটে। আর ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে। তবে ভক্ত সমর্থকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আসরের প্রাইজমানি নিয়ে। 

বিশ্বকাপের ম্যাচ শুরু হয়ে গেলেও এতোদিনে প্রাইজমানি ঘোষণা করেনি আইসিসি। অবশেষ  আজ তার বিস্তারিত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। সোমবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ১১.২৫ মিলিয়ন ডলারের অর্থ পুরস্কার ঘোষণা করেছে আইসিসি।


বিজ্ঞাপন


বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩২ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার বা ২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার ০৯৫ টাকা। যা আগের যে কোনো আসরের সর্বোচ্চ। ২০ দলের টুর্নামেন্টে বিজয়ী দল পাবে অন্তত ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার। 

রানার আপ দল অন্তত ১.২৮ মিলিয়ন ডলার পাবে। সেমিফাইনালে গিয়ে হারা দুই দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার করে। যে ৪ টি দল সুপার এইট থেকে বাদ যাবে তাঁরা পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার করে। ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দল পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার করে। ১৩ থেকে ২০ নম্বরে থাকা দলগুলো পাবে ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার করে।  

অর্থাৎ, অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার পাবে, যা বাংলাদেশী টাকায় ২ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকা।  এর সাথে সেমিফাইনাল ও ফাইনাল ব্যতীত অন্য সব ম্যাচে জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার করে পাবে জয়ী দল।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর প্রাইজ মানির ব্রেকডাউন- 

  • সর্বমোট- ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার
  • চ্যাম্পিয়ন- ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার
  • রানার আপ- ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার

 

  • সেমিফাইনালে হারা ৪ দল- (৭৮৭,৫০০ মার্কিন ডলার *৪)= ১.৫৭৫ মিলিয়ন মার্কিন ডলার
  • সুপার এইটে গিয়ে বাদ পড়া ৪ দল- (৩৮২,৫০০ মার্কিন ডলার *৪)= ১.৫৩ মিলিয়ন মার্কিন ডলার 

 

  • ৯ থেকে ১২ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা দল- (২৪৭,৫০০ মার্কিন ডলার *৪)= ০.৯৯ মিলিয়ন মার্কিন ডলার
  • ১৩ থেকে ২০ নম্বরে শেষ করা দল- (২২৫,০০০ মার্কিন ডলার* ৮)= ১.৮ মিলিয়ন মার্কিন ডলার।
  • সেমি ফাইনাল ও ফাইনাল বাদে বাকি ম্যাচের উইনিং বোনাস- (৩১,১৫৪ মার্কিন ডলার * ৫২)= ১.৬২০০৮ মিলিয়ন মার্কিন ডলার।

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর