শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

বাবার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার দ্বিতীয় দিন বাবার কবর জিয়ারত করতে যান তারেক রহমান।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল পৌনে পাঁচটার কিছু আগে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছান তিনি। এর আগে দুপুরে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন। নেতাকর্মীদের ভিড়ের কারণে বাবার সমাধিতে আসতে দেরি হয় তার।


বিজ্ঞাপন


বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বেলা ২টা ৫৮ মিনিটে দেওয়া পোস্টে এ খবর জানানো হয়।

বাবার কবর জিয়ারতের পর তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

জিয়াউর রহমানের মাজার জিয়ারত ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। কেউ দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হন। কবর জিয়ারত ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবেগ দেখা গেছে।

tarek-1


বিজ্ঞাপন


দলটির নেতাকর্মীরা জানান, এটি শুধু একটি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন নয়, বরং দলের জন্য একটি ঐতিহাসিক ও প্রতীকী মুহূর্ত। শেরে বাংলা নগর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিয়ার সমাধি ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। দলীয় স্বেচ্ছাসেবকেরাও শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালন করছেন।

১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বিমানবন্দর থেকে বিশেষ বাসে পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যান মা খালেদা জিয়াকে দেখতে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর