বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরাতে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। তারা বলছেন, তাদের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা কৃষকদলের এক নেতা বলেন, আওয়ামী লীগের নির্যাতনের কারণে দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরছেন। আজ যেন আমরা বাংলাদেশ নতুনকরে স্বাধীন পেলাম। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আজ তাকে স্বাগত জানাতে এসেছে।
বিজ্ঞাপন
আরেক নেতা বলেন, আমরা শুধু টঙ্গীবাড়ী থেকেই দুই হাজার লোক এসেছি। আজকে ঢাকা জনসমুদ্রে পরিণত হবে।

এদিকে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে অর্থাৎ ৩০০ ফুট এলাকায় এ আয়োজনের প্রস্তুতি হিসেবে মঞ্চ তৈরির কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। ভোরেই পরিপূর্ণ হয়েছে মঞ্চের আশপাশ এলাকা। অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন।
বিজ্ঞাপন
প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে এই আয়োজন করা হয়েছে।
তার আগমন উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সংবর্ধনাস্থলে উপস্থিত হতে শুরু করেছেন। স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে পুরো মঞ্চ এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করেছে।
টিএই/এএইচ




































