বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানের সংবর্ধনায় রংপুর থেকে ঢাকার পথে অর্ধলাখ নেতাকর্মী

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের সংবর্ধনায় রংপুর থেকে ঢাকার পথে অর্ধলাখ নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে তারেক রহমানের অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার পথে রওয়ানা দিয়েছে রংপুর মহানগরসহ জেলার ৮ উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের প্রায় অর্ধলাখ নেতাকর্মী।

দলটির নেতৃবৃন্দ জানান, ইতোমধ্যেই কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছেন। আজ রাতের মধ্যে বাকিরা চলে যাবেন বলে দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। বাস, মাইক্রোবাস, কার, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনে ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রওয়ানা দিয়েছেন নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


thumbnail_Rangpur_bnp_1

রংপুর জেলা ও মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, রংপুর জেলার ছয়টি আসনে দল থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা প্রত্যেকে কমপক্ষে পাঁচ হাজার করে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঢাকায় কেউ কেউ অবস্থান করছেন। দু’দিন আগে থেকেই বিভিন্ন উপজেলা থেকে সংসদ সদস্য প্রার্থীদের উদ্যোগে বাস, ট্রেন ও মাইক্রোবাসে করে কর্মী-সমর্থকরা ঢাকায় যেতে শুরু করেন। যারা যাননি, সবশেষ আজ রাতের মধ্যেই তারা পৌঁছে যাবেন। ঢাকায় তাদের হোটেল ও মেসে থাকাসহ অন্যান্য ব্যয়ভার দলের নেতারা ব্যয় করছেন বলে জানা গেছে।

জানা গেছে, দলীয় নেতাকর্মীদের ঢাকায় নির্বিঘ্নে যাওয়ার জন্য রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলা বিএনপির শতাধিক মিনিবাস, কোচ ও মাইক্রোবাসের পাশাপাশি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। এসব পরিবহনে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। ঢাকাযাত্রা ও ফেরার বিষয়ে দলীয় শৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে সমন্বয় টিমও গঠন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর মধ্য থেকে।

Rangpur_bnp_2


বিজ্ঞাপন


রংপুর মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে যুবদল নগরীর ৩৩টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় শুভেচ্ছা মিছিল করা হয়েছে। দলবদ্ধভাবে বাস, ট্রেনসহ অন্যান্য পরিবহনের মাধ্যমে মহানগর, থানা, ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা ঢাকায় গেছেন। কেউ কেউ আজকে রাতের মধ্যেই পৌঁছে যাবে।

রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু বলেন, রংপুর জেলার ছয়টি আসন থেকে কমপক্ষে অর্ধ লক্ষাধিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ছাত্র-জনতা ঢাকার উদ্দেশ্যে রওয়া দিয়েছেন। অনেকেই আবার দু’দিন আগ থেকেই ঢাকায় গিয়ে অবস্থান করছেন। এখন যারা যাচ্ছেন তাদের জন্য থাকার ব্যবস্থা করবেন তারা।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী এমদাদুল হক ভরসা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। দলের নেতাকর্মী ও সমর্থকদের জন্য বাস, ট্রেনসহ বিভিন্ন পরিবহনে ঢাকায় আসার উদ্যোগসহ নেতাকর্মীদের খাওয়া-দাওয়াসহ সার্বিক ব্যয় মেটানোর ব্যবস্থা নিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

তারেক রহমানের সংবর্ধনায় পুতুলের নেতৃত্বে ঢাকার পথে ২০ হাজার নেতাকর্মী

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম বলেন, রংপুর থেকে ৫০ হাজারের বেশি নেতাকর্মী ঢাকা যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনেকেই রাজধানীতে পৌঁছে গেছেন ইতোমধ্যে। বাকিরা আজ রাতের মধ্যেই রিজার্ভ গাড়িসহ বিভিন্নভাবে ঢাকা পোঁছে যাবেন।

রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা জানাতে রাজধানী ঢাকায় সাধারণ মানুষসহ নেতাকর্মীদের ঢল নামবে। ইতোমধ্যে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী পৌঁছে গেছেন। রংপুর মহানগর থেকেও কয়েক হাজার নেতাকর্মী ঢাকা গেছেন। এ জন্য ২০টি বাস রিজার্ভ করা হয়েছিল। এছাড়াও অনেকেই মাইক্রোবাস, কারসহ অন্যান্য যানবাহনে ঢাকায় গেছেন। তবে বেশিরভাগ নেতাকর্মী দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তারা রাতের মধ্যেই ঢাকায় পৌঁছাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর