বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানের আসনে বসা ছবি দিয়ে তারেক রহমান লিখলেন ‘ফেরা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম

শেয়ার করুন:

বিমানের আসনে বসা ছবি দিয়ে তারেক রহমান লিখলেন ‘ফেরা’
বিমানের আসনে বসা ছবি দিয়ে তারেক রহমান লিখলেন ‘ফেরা’

প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এ উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার সকালে বিমানের আসনে বসা একটি ছবি পোস্ট করেছেন তারেক রহমান। লিখেছেন, ‘ফেরা’। পোস্টের নিচে তাকে স্বাগত জানিয়ে এসেছে অগণতি কমেন্ট ও রিয়্যাকশন।


বিজ্ঞাপন


Tarique-Rahman.2

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে (বিজি ২০২) তারেক রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২টা ১৭ মিনিটে (প্রথম প্রহরে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে তারেক রহমানকে বহনকারী বিমানটি।

তাঁর সাথে একই বিমানে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানকে বহনকারী ফ্লাইট বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর