বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীত উপেক্ষা করে কম্বল জড়িয়ে রাস্তায়ই রাত কাটল নেতাকর্মীদের

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

D
তারেক রহমানের অপেক্ষায় ৩০০ ফিটে এভাবেই সড়কে রাত কাটান নেতাকর্মীরা। ছবি- ঢাকা মেইল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা ঘিরে গতকাল (বুধবার) সকাল থেকেই রাজধানীর ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের ভিড় শুরু হয়। দিন পেরিয়ে রাত নামতেই ওই এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এই শীতের ভেতর গায়ে কম্বল জড়িয়ে সড়কেই রাত কাটিয়েছেন তারা।

আবার যাদের কাছে কম্বল ছিল না, তারাদের অনেকেই পাশে ছোট আগুন জ্বালিয়ে রেখে রাত কাটিয়ে দিয়েছেন। সবার একটাই অপেক্ষা, কখন তাদের নেতা তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন, সংবর্ধনাস্থলে আসবেন, এক নজর তাকে দেখবেন এবং তার বক্তব্য শুনবেন।


বিজ্ঞাপন


বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর পর্যন্ত রাজধানীর ৩০০ ফিট এলাকা সরেজমিনে ঘুরে এসব চিত্র দেখা যায়।

2

সংবর্ধনা মঞ্চের একটু আগেই রাস্তার পাশে কার্পেট বিছিয়ে কম্বল গায়ে দিয়ে অনেক নেতাকর্মীকে শুয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ আবার কম্বল জড়িয়ে আশ্রয় নেন রাস্তার ডিভাইডারে লাগানো ছোট ছোট গাছের নিচে। অনেকে আবার রাস্তায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করেন। নেতার প্রতি কর্মীর ভালোবাসা কতটুকু, এসব দৃশ্য যেন সেটাই বলে দিচ্ছে।

রাস্তার পাশে কম্বল জড়িয়ে শুয়ে থাকা রিফাত বলেন, আমি এসেছি নোয়াখালী থেকে। এখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপর আমরা একটু ঘোরাঘুরি করি। পরে রেস্ট নেওয়ার জন্য এখানে এসে শুয়ে পড়ি। নেতা এখানে এলে তাকে দেখে বাড়ি চলে যাবো।


বিজ্ঞাপন


রাস্তার ডিভাইডারে গাছের নিচে শুয়ে ছিলেন অনেকে। মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে দেন শুকনো লতাপাতা। হাবিব নামে একজন বলেন, সারাদিন স্লোগান দিতে দিতে রংপুর থেকে বাসে করে এখানে এসেছি। এখন ক্লান্ত। তাই আমরা সবাই গাছের নিচে শুয়ে পড়েছি। 

3

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় নেমে প্রথমে ৩০০ ফিটে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে একমাত্র বক্তা হিসেবে বক্তব্যও দেবেন। এরপর যাবেন এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে। 

পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে। একই দিন সন্ত্রাসী হামলায় নিহত শরীফ ওসমান হাদির কবরও জিয়ারত করবেন তিনি।

এদিকে তারেক রহমানের সংবর্ধনাকে ঘিরে ৩০০ ফিটে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এই অনুষ্ঠানে ঢাকাসহ সারাদেশ থেকে বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করছে দলটি। ইতোমধ্যে সংবর্ধনাস্থলে কয়েক লাখ নেতাকর্মী চলেও এসেছেন। 

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর