যুক্তরাজ্যে নির্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) তার দেশে ফেরার দিনকে স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে সংবর্ধনার বর্ণাঢ্য আয়োজন করেছে বিএনপি। রাজধানী ঢাকার একপ্রান্ত কুড়িলের ৩০০ফিট সড়কে এই আয়োজনে সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢল নামবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ যাতে কম হয় সে কারণে ঢাকার প্রাণকেন্দ্র থেকে বেশ দূরে জায়গাটি নির্ধারণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন জানিয়েছেন, ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংবর্ধনার স্থান নির্বাচনের পেছনে রয়েছে একটি সুস্পষ্ট কৌশলগত ও মানবিক সিদ্ধান্ত, তথা জনদুর্ভোগ সর্বনিম্ন পর্যায়ে রাখা।
বিজ্ঞাপন
মাহাদী আমিন বলেন, তারেক রহমানের নির্দেশনা প্রতিপালন করতে গিয়ে রাজধানীর কেন্দ্রীয় ও ঐতিহাসিক স্থান যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউ ইচ্ছাকৃতভাবেই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। পরিবর্তে রাজধানীর একপাশে, সম্ভাব্য সর্বোচ্চ দীর্ঘ ও প্রশস্ত সড়ক, যেটি শহরের প্রাণকেন্দ্র থেকে বহু দূরে, সেই ৩০০ ফুট প্রশস্ত ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’-এর শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত গণঅভ্যর্থনাস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সংবর্ধনা হলেও গত দুদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ তিনশ ফিটে যাতায়াত বাড়িয়েছেন। অনেকেই ঘুরে দেখে আসছেন ১৭বছর পর নির্বাসন থেকে ফেরা তারেক রহমানের সংবর্ধনাস্থল।
বিইউ/ক.ম


















