বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর বাসায় প্রবেশের সময় দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গুলশানের বাসার সামনে গাড়ি থেকে নেমে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
তারেক রহমানের দেশে ফেরা ও যাতায়াত নির্বিঘ্ন রাখতে শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা দিনভর দায়িত্ব পালন করেছেন।
এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা দেন। পুরো যাত্রাপথে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিইউ/ক.ম






































































