বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনাকারী ব্যক্তিদের প্রতি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে সড়কে চলাচলকারীদের জন্য কিছু অনুরোধও জানানো হয়েছে। বুধবার বিকেলে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ডিএমপি জানায়, তারেক রহমানকে অভ্যর্থনা জানানো ব্যক্তিদের কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করতে অনুরোধ করা হলো; অভ্যর্থনাকারীরা কোন যানবাহন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরে যুক্ত হতে পারবেন না।
বিজ্ঞাপন
অভ্যর্থনাকারীরা মোটরসাইকেল নিয়ে কোনো ক্রমেই গুলশান, বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে পারবেন না বা মোটরসাইকেলযোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না।
জরুরি পরিসেবায় ব্যবহৃত যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ইত্যাদি) উক্ত নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিদেশগমনকারী যাত্রীগণের সঙ্গে এয়ার টিকেট থাকতে হবে এবং যাত্রীদের সঙ্গে কোনো সহযোগী থাকবে না।
নতুন বাজার হতে গুলশান-২ গামী এবং গুলশান-২ হতে নতুন বাজারগামী রাস্তা পরিহার করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীদের গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ নির্দেশনা-
টঙ্গী জয়দেবপুর রোড হয়ে আগত গাড়িগুলো টঙ্গীর বিশ্ব এজতেমা মাঠে, সিলেট ও চট্টগ্রাম থেকে কাঞ্চনব্রীজ পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আগত গাড়িগুলো নীলা মার্কেট, পূর্বাচল/বাণিজ্য মেলা মাঠ, আমিন বাজার গাবতলী হয়ে আগত গাড়িগুলো উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি বাজার, বাবু বাজার ও বসিলা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, মাওয়া রোড/বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্কিং করতে হবে।
সব ডাইভারশন বৃহস্পতিবার ভোর ৪টা থেকে কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
ট্রাফিক নির্দেশনা মেনে রাজধানীতে চলাচলের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সবার সহযোগিতা কামনা করেছে।
এমআইকে/ক.ম














