ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার নিয়মিত হকার ওজুবা বেগম। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল হাতে শহীদ মিনারের প্রবেশ পথে দাঁড়িয়ে তিনি। প্রত্যাশা অন্যান্য দিনের তুলনায় আজ বিক্রি বেশি হবে। তবে সেটি হয়নি, বেলা ১২টায়ও হতাশ এই ফুল বিক্রেতা।
ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে ওজুবা জানান, সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেননি। সকাল ১০টার প্রবেশ করতে পেরেছেন। কিন্তু বিক্রি নেই।
বিজ্ঞাপন
অজুবার ভাষায়, ‘বিক্রি নাই। একটাও বেচি নাই।’
হাত ভরা টায়রা আর ফুল নিয়ে দাঁড়িয়ে থাকলেও ক্রেতা আসছেন না তার কাছে। নিজে থেকে ক্রেতার দ্বারে দ্বারে ঘুরলেও তার ডাকে সাড়া দিচ্ছেন না কেউ।
আরও পড়ুন
ফুল হাতে শহীদ মিনারে মানুষের ঢল
সবাই তো শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে, ফুল দিচ্ছে, আপনি দেবেন না— এমন প্রশ্নের জবাবে ওজুবা বেগম বলেন, ‘আমি তো গরিব মানুষ। আমি ক্যামনে দিমু?’
বিজ্ঞাপন
ওজুবার মতো আরও অনেক হকাররাই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জীবিকার তাগিদে কাজ করছেন। তাদের কেউই ফুলেল শ্রদ্ধা জানাতে যাননি শহীদ মিনারে।
চা বিক্রেতা সুমি আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক ভিড়। আমরা জায়গা পাবো না। মন থেকেই শ্রদ্ধা জানাই।’
কারই/টিএই/এইউ