রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

ফেনীর শহীদ মিনারে জনতার ঢল, বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২ পিএম

শেয়ার করুন:

ফেনীর শহীদ মিনারে জনতার ঢল, বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। এসময় শহীদ মিনারে জনতার ঢল নামে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পার্ঘ অর্পণে মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার জাকির হাসান।


বিজ্ঞাপন


Nurillla

ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিফাত বিনতে আরা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় এছাড়া ভাষাশহীদ আবদুস সালামের পরিবার, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন, ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি পিপি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, কৃষি সম্প্রসারণ অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, সড়ক ও জনপথ বিভাগ, আনসার ও ভিডিপি অফিস, মৎস অফিস, ফেনী চেম্বার অব কমার্স, বিএড কলেজ, জয়নাল হাজারী কলেজ, জাতীয় মহিলা সংস্থা, ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রাণিসম্পদ অফিস, তথ্য অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, ফেনী জেনারেল হাসপাতাল, পরিবার পরিকল্পনা অফিস, শিল্পকলা একাডেমি, খাদ্য অফিস, সমবায় অফিস, পানি উন্নয়ন বোর্ড. ইসলামিক ফাউন্ডেশন, বিএমএ, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন, পিটিআই, সম্মিলিত সাংস্কৃতিক জোট, খেলাঘর সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। মুহূর্তের মধ্যে পুরো শহীদ মিনার বেদি ফুলে ফুলে ভরে যায়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর