শুক্রবার, ১০ মে, ২০২৪, ঢাকা

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা, সব পথ মিশেছে স্মৃতির মিনারে

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

ভাষা শহীদের শ্রদ্ধা, সব পথ মিশেছে স্মৃতির মিনারে

যথাযোগ্য মর্যাদায় পার্বত্য জেলা রাঙামাটিতে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দল মত নির্বিশেষে সবাই ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ বীর মুক্তিযোদ্ধারা।


বিজ্ঞাপন


এরপর একেএকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি দফতর শ্রদ্ধা জানায়।

ভোরে প্রভাতফেরিসহ শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), জনসংহতি সমিতি (জেএসএস), জাতীয় পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবী সংগঠন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর