সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

কাছের মানুষ হারালেন অরিজিৎ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

loading/img

আট থেকে আশি সকলেই মুগ্ধ ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের কণ্ঠে। হিন্দি হোক বা বাংলা, বলিউড-টলিউডের এমন কোনো অভিনয়শিল্পী নেই, যার ঠোঁট ছুঁয়ে যায়নি তার কণ্ঠ। হিট থেকে সুপারহিটের তালিকা তার বেশ লম্বা। ফলে সারাক্ষণই সাফল্যের জোয়ারে ভাসছেন এ গায়ক। এবার শোকে কাতর অরিজিৎ। হারালেন দাদি ভারতী দেবীকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার দুপুরে জিয়াগঞ্জে মৃত্যু হয় অরিজিতের দাদি ভারতী দেবীর। গায়কের পরিবারের এক সদস্য জানান, বার্ধক্যজনিত সমস্যার কারণে বহুদিন ধরে অসুস্থ ছিলেন ভারতী দেবী।

আরও পড়ুন: ‘গায়কের চেয়ে মানুষ হিসেবে আরও বড় অরিজিৎ’


বিজ্ঞাপন


আরও পড়ুন: কেন সাদামাটা জীবন যাপন করেন অরিজিৎ

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দাদীর মৃত্যুসংবাদ পেয়েই স্ত্রী কোয়েল সিং-কে স্কুটিতে চাপিয়ে জিয়াগঞ্জ শশ্মানে চলে যান অরিজিৎ। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা পরিচালিত জিয়াগঞ্জ শহরের গঙ্গা তীরে রয়েছে মহা শশ্মান। সেখানে ভারতী দেবীর শেষকৃত্য সম্পন্ন হয়। অরিজিৎ, কোয়েল সিং ছাড়াও উপস্থিত ছিলে গায়কের বাবা সুরিন্দর সিং।

এদিকে ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে মারা যান অরিজিতের মা অদিতি সিং। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন গায়ক। সেই শোক কাটিয়ে উঠতেই চলে গেলেন দাদি ভারতী দেবী। ফের শোকে স্তব্ধ অরিজিৎ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub