প্রকাশের কয়েক ঘণ্টায় মিলিয়নের ঘর ছুঁয়েছে ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। গানটিতে কোমর দুলিয়ে বাজার গরম করেছেন টলিউড লাস্যময়ী নুসরাত জাহান। অন্যদিকে ঝাঁ চকচকে শাকিব খান তো যেন খাপ খোলা তরবারি! নুসরাতের মতে দিন দিন আরও যুবক হচ্ছেন শাকিব। ঢাকা মেইলের সঙ্গে গানটির অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে এরকম মন্তব্য করলেন অভিনেত্রী।
‘চাঁদ মামা’ গানটিতে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে নুসরাত বলেন, ‘‘ভালো কাজের অভিজ্ঞতা সবসময় ভালো হয়। এটা শাকিবের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। এর আগে আমরা ‘নাকাব’ নামের একটি যৌথ প্রযোজনার সিনেমায় একসঙ্গে কাজ করেছিলাম। অনেক দিন পর একটি দুর্দান্ত কম্পোজিশনে আমরা পারফর্ম করলাম। দারুণ একটি গান। ‘চাঁদ মামা’ নিয়ে মানুষের এত ভালোবাসা, উচ্ছ্বাস, উন্মাদনা— একজন শিল্পী হিসেবে আমাদের কাছে বিশাল প্রাপ্তির।’’
বিজ্ঞাপন
এরপর বলেন, ‘‘গানটি আমার খুবই ভালো লেগেছিল। প্রীতম হাসানের কম্পোজিশন। তিনি খুবই মেধাবী। গানটির একটি রিকল ভ্যালু আছে। কারণ আমরা ছোটবেলা থেকেই চাঁদকে ‘চাঁদ মামা’ বলে ডেকেছি। আমি ভীষণ আশাবাদী গানটা নিয়ে। ভালো করার চেষ্টা করেছি। বাকিটা দর্শক-শ্রোতার ওপর নির্ভর করছে।’’
‘নাকাব’ -এর শাকিব ও ‘বরবাদ’ -এর শাকিবের মধ্যে কতটা পার্থক্য লক্ষ্য করলেন— জবাবে পশ্চিমবঙ্গের এ তারকা বলেন, ‘‘শাকিব ভাইয়ের মধ্যে পার্থক্যের বিষয়টায় পরে আসছি। প্রথমত, ‘নাকাব’ -এ কাজের সময় দেখেছি উনি ততটাই হার্ড ওয়ার্কিং, হাম্বল এবং ডাউন টু আর্থ একজন অভিনেতা। এবারও দেখলাম উনি অভিনয় শিল্পী হিসেবে শতভাগ এফোর্ট দিয়েছেন। আর ততটাই ভালো ওনার আচরণ, ততটাই মাটির মানুষ উনি। সেজন্যই বোধহয় দুই বাংলার তরফ থেকে মানুষের এত ভালোবাসা পেয়েছেন। দ্বিতীয়ত, পার্থক্যের মধ্যে এটাই বলতে পারি, দিন দিন তার বয়সটা কমে যাচ্ছে, আরও ইয়ং হয়ে যাচ্ছেন। ওনাকে দেখতে আরও বেশি ভালো লাগছে।’’
বিজ্ঞাপন
সবশেষে গানটি নিয়ে উচ্ছ্বসিত নুসরাত বললেন, ‘‘আমার যারা এর আগে ওনার সঙ্গে কাজ করেছি সেসবের চেয়ে ‘চাঁদ মামা’ অনেকটা আলাদা। আমি ভীষণ আশাবাদী গানটি মানুষের পছন্দ হবে এবং সবাই এই ঈদে ‘চাঁদ মামা’র সঙ্গে নেচে উঠবে। ’ ’
ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘বরবাদ’ -এর ‘চাঁদ মামা’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা, সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। গতকাল ২৮ মার্চ শাকিবের জন্মদিনে মুক্তি পেয়েছে এটি।
‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। প্রযোজক শাহরিন আক্তার। এ ছবির মাধ্যমে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।