বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন হৃতিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

দুই দশক আগে ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। তখন বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। সুপার হিরোর তকমা পেয়েছিলেন অভিনেতা হৃতিক রোশান। তবে কৃশ-৪ নিয়ে বাঁধতে থাকে বিপত্তি।

দীর্ঘদিন ধরে আলোচনায় আছে এই ফ্র্যাঞ্চাইজি চতুর্থ ছবি। সম্প্রতি সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল ছবিটি নির্মাণ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন পরিচালক ও প্রযোজক।  


বিজ্ঞাপন


Krrish_4_1743140749486_1743140754161

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কৃশ ৪’ পরিচালনের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন হৃতিকের বাবা ও নির্মাতা রাকেশ রোশন।

কেন আসছে না হৃত্বিকের ‘কৃশ-৪’— জানালেন রাকেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাকেশ রোশন লিখেছেন, ‘ডুগু ২৫ বছর আগে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। আজ আবার ২৫ বছর পর দুই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি। ‘কৃশ ৪’-কে এগিয়ে নেওয়ার জন্য। শুভকামনা এবং আশীর্বাদ, নতুন কাজে তোমাদের সাফল্য কামনা করছি!’


বিজ্ঞাপন


473188214_1165022651654572_6449757097063041942_n

সম্প্রতি এক গণমাধ্যকে তিনি বলেন, ‘আমি আমার ছেলে হৃতিক রোশনের হাতে ‘কৃশ ৪’-এর পরিচালক হওয়ার দায়িত্ব অর্পণ করছি। সে ফ্র্যাঞ্চাইজিটির শুরু থেকে সে আমার সাথে আছেন, শ্বাস নিয়েছেন এবং স্বপ্ন দেখেছেন। পরবর্তী দশকগুলোতে দর্শকদের সাথে কৃশের যাত্রা এগিয়ে নেওয়ার জন্য হৃতিকের ইচ্ছা রয়েছে।’

‘কৃশ ৪’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন পরিচালক-প্রযোজক

প্রতিবেদন থেকে জানা গেছে, ‘কৃশ ৪’ বর্তমানে প্রাক-প্রযোজনা পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub