বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

৩ নাটক নিয়ে আসছেন রাজীব মণি দাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

নাট্যকার রাজীব মণি দাসের রচনায় এবারের ঈদে আসছে ৩ নাটক। নাটকগুলো হলো- ‘দারোগা বউ স্বামী আসামী’, ‘পেটুক জামাই-২’, ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘ভেজাল কাদের’। ‘দারোগা বউ স্বামী আসামী’ ও ‘ভেজাল কাদের’ পরিচালনা করেছেন নাজনীন হাসান খান. আর ‘পেটুক জামাই-২’ পরিচালনা করেছেন হারুন রুশো।    

এর মধ্যে ‘পেটুক জামাই-২’ নাটকে অভিনয় করেছেন- আ.খ.ম হাসান, রেজমিন সেতু, রেশমা আহমেদ, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, ফরিদ হোসেন, আহমেদ সাজু, জাহাঙ্গীর আলম প্রমুখ। 


বিজ্ঞাপন


নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘পেটুক জামাই-১ তুমুল জনপ্রিয়তার কারণে (২৬ মিলিয়ন)-এর সিক্যুয়েল তৈরির জন্য উদ্বুদ্ধ হই। অজস্র দর্শক নাটকের নিচে কমেন্টস করে পেটুক জামাই-২ করার জন্য অনুরোধ জানিয়েছে। যার প্রেক্ষিতে নাটকটি নির্মাণ করা হয়। একটা নাটক যখন দর্শকের ভালো লাগে, দর্শক যখন সাবলিলভাবে গ্রহণ করে, তখন আমরা যারা নাট্যকার এবং পরিচালক আছি, তারা পরবর্তীতে নতুনভাবে গল্প নির্মাণে উদ্বুদ্ধ হই। এবারের পেটুক জামাই-২ সিক্যুয়েলটিও আশা করি দর্শকদের ভালো লাগবে।’ 

গল্পে দেখা যায়- একটা মানুষ টাকা আয় করে শুধু জমানোর জন্য নয়। কেননা শুধু জমাইলে তো হলো না, এই টাকা যদি ভোগই করতে না পারে তাহলে এর কোনো মূল্য থাকে না। আর তাই সে যা আয় করে, বেশিরভাগই খেয়ে ফেলে। কথায় কথায় খাশি কিনে এনে জবাই করে একাই খেয়ে নেয়। বড় বড় মাছ, মুরগি, ফলমূল সব অতিরিক্ত খেতে থাকে। তার জন্য রান্না করতে করতে স্ত্রী অতিষ্ট হয়ে উঠে। শুধু নিজ বাড়িতে খেয়েই সে ক্ষান্ত হয় না। বিয়ে বাড়ি, বন্ধুদের বাড়ি, আর শ্বশুর বাড়িতে গেলে তো কথাই নেই। এক সময় গ্রামের মানুষ তাকে দাওয়াত দেয়াই বাদ দিয়ে দেয়। এই খেয়ে ফেলা কিংবা অতিরিক্ত খাওয়া এক সময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। অতিরিক্ত খেয়ে বদহজম হয়ে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। 

অতঃপর ডাক্তারের পরামর্শে তার হুশ ফিরে যে, আয় করলেই সব খেতে নেই। সুস্থ থাকার জন্য পরিমিত খেতে হয়। এমনই এক খাদক যুবকের গল্প দেখতে পাবে দর্শক। পরিচালক সূত্রের বরাতে জানায় যায়, আসছে ঈদ-উল-ফিতরের বিশেষ আয়োজনে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন