সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

কেন সাদামাটা জীবন যাপন করেন অরিজিৎ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বর্তমান সময়ে ভারতের সবথেকে জনপ্রিয় প্লে-ব্যাক গায়ক অরিজিৎ সিং। বাংলা হোক কিংবা হিন্দি—অরিজিতের গান না থাকলে যেন পূর্ণতা পায় না। মনোমুগ্ধকর গান গাওয়ার মাধ্যমে ভারতবর্ষে তার অনুরাগীর সংখ্যা নেহায়েত কম নয়।

বলিউডে অরিজিতের প্রথম গান ‘মার্ডার-টু’ ছবির ‘ফির মহব্বত’। যদিও সেসময় সেভাবে জনপ্রিয়তা পাননি তিনি। তবে ‘আশিকী-টু’ ছবিতে গান গেয়ে ভক্তদের মনে পাকাপাকি ভাবে নিজের জায়গা বানিয়ে ফেলেন গায়ক।


বিজ্ঞাপন


অরিজিতের কনসার্টের টিকিটের দাম কয়েক হাজার টাকা। তাকে একবার সামনে থেকে দেখার জন্য অপেক্ষায় বসে থাকেন ভক্তরা। কিন্তু কোনোরকম জাঁকজমক নয়, একেবারে সাদামাটা জীবনযাপন পছন্দ করেন সকলের প্রিয় অরিজিৎ। আর তার এই স্বভাবের কারণেই তিনি ভক্তদের একেবারে মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন
অরিজিতের কনসার্টের টিকিটের দাম এত বেশি!
ঐন্দ্রিলার চিকিৎসার দায়িত্ব নিলেন অরিজিৎ সিং

বর্তমানে অরিজিৎ একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলেও তার সাধারণ ভাবে জীবনযাপন করা সত্যি মুগ্ধ করে ভক্তদের। আদি বাড়িতে গিয়ে সাইকেল নিয়ে ঘুরে বেড়ান এই জনপ্রিয় গায়ক। ছেলেকে স্কুল থেকে নিতে গিয়ে অন্যান্য অভিভাবকদের সঙ্গে গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন। দামি কোনো গাড়িও নেই তার। আশেপাশে ঘুরতে দেখা যায় না কোনো বডি গার্ডকে।

এত সাধারণ কীভাবে থাকেন তিনি? সেই প্রশ্ন অনেকেই করেছেন তাকে। এই প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন এই তারকা। গায়কের সাফ কথা, ‘আমি এভাবেই ভালো আছি। আগামীতেও এমন থাকতে চাই। সত্যি বলতে, এই সাদামাটা জীবনটাই আমি উপভোগ করি।’


বিজ্ঞাপন


মুর্শিদাবাদে মাঝেমধ্যেই পথে ঘটে হেঁটে ঘুরে বেড়াতে দেখা যায় অরিজিতকে। এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাড়ির সামনেই যেতে হয় মাঝেমধ্যে, সেকারণেই পায়ে হেঁটে যাতায়াত করি। এতে আমার কোনো সমস্যা হয় না।’

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর