চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটে চলছে বার্সেলোনা। লা লিগায় শীর্ষস্থান মজবুত করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা, গতকালও জিরোনার বিপক্ষে পেয়েছে ৪-১ গোলের বিশাল জয়। লি-লিগা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপা জয়ের সম্ভাবনা আছে দলটির। বার্সার এমন দুর্দান্ত মৌসুমে দারুণ ফর্মে আছেন রবার্ট লেভানডফস্কি। পোলিশ এই তারকা গতকালও করেছেন জোড়া গোল। এরপর তার বয়স নিয়ে যারা কথা বলে তাদের উচিত দিয়েছেন পোলিশ এই তারকা।
জিরোনাকে উড়িয়ে দেওয়ার ম্যাচে গতকাল জোড়া গোল করেছেন লেভা। তার দুর্দান্ত পারফর্ম্যান্সেই ৪-১ গোলের বড় জয় পেয়েছে বার্সা। চলতি মৌসুমে এ নিয়ে ২৮ ম্যাচে ২৫ গোল করেছেন লেভা। লা লিগায় সর্বোচ্চ স্কোরার তিনিই। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে বার্সেলোনার হয়ে ৪২ ম্যাচে তার গোল ৩৮টি।
বিজ্ঞাপন
ম্যাচের পর বয়স নিয়ে সমালোচনার বিষয়ে লেভা বলেন, “অনেকেই আমার বয়স নিয়ে কথা বলছে, কিন্তু আমি জানি, বরাবরের মতোই আমি কঠোর পরিশ্রম করছি। আরও কয়েক বছর শীর্ষ স্তরে খেলতে চাই। আমি শারীরিকভাবে খুব ভালো বোধ করছি। আমার পরিসংখ্যানের দিক থেকে কয়েক বছর আগের ও এখনকার মধ্যে কোনো পার্থক্য নেই।”
গোল করার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী জানিয়ে লেভা বলেন, “একজন স্ট্রাইকার হিসেবে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক বেশি আত্মবিশ্বাসী থাকা। আমি যদি বক্সে বা এর কাছাকাছি থাকি, তাহলে জানি যে বল যদি আমার কাছে আসে, তাহলে গোল করব।”