বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাস্তায় নামাজ পড়লে শাস্তির ঘোষণা, প্রতিবাদ ভারতীয় অভিনেতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০১:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

রাস্তায় নামাজ পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ। বাতিল হতে পারে পাসপোর্টও। রমজান চলাকালীন জারি করা হয়েছে এ কড়া নির্দেশিকা। পথে পড়া যাবে না ঈদের নামাজও। বিষয়টি ভালোভাবে নেননি বিগ বস তারকা মুনাওয়ার ফারুকী। করেছেন প্রতিবাদ। 

তিনি বলেছেন, প্রশ্ন ছুড়ে তিনি বলেছেন, “৩০ মিনিটের নমাজ পড়ার জন্য এই শাস্তি? এবার থেকে ভারতের রাস্তাঘাটে আর কোনো উৎসব উদযাপন করা হবে না তো?”

Munawar

দেশটির পুলিশ সূত্র বলছে, রমজানে প্রায় প্রতিদিনই নিয়ম করে রাস্তা বন্ধ করে নমাজ পড়ছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। ফলে তীব্র যানজটের সৃ্ষ্টি হয়। অনেক সময় বিকল্প রাস্তা খুঁজে ঘুরপথে পৌঁছতে হয় গন্তব্যে। স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। ঈদগাহ এবং মসজিদ থাকা সত্ত্বেও রাস্তায় এভাবে নমাজ পড়া নিয়ে মিরাট পুলিশের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। 

এরপরই মিরাটের এসপি আয়ুষ বিক্রম সিং সাফ বলেন, ঈদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নমাজ পড়তে পারবেন না। কোনো অনুমতি ছাড়া রাস্তায় নমাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট বা লাইসেন্স বাতিল করা হতে পারে। আর একবার পাসপোর্ট বাতিল হলে নতুন করে পাসপোর্ট পেতে অনেক ঝক্কি পোয়াতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে না।

com-20240327062235_20240528_125349563

এমন ঘোষণার পর গর্জে ওঠেন মুনাওয়ার। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার পোস্টটি। ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই প্রকাশ করেছেন সহমত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর