শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সেমিফাইনাল নিশ্চিত করেও দুঃসংবাদ পেল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

চলতি মৌসুমে কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সম্ভাবনা নেই, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। ট্রফি জয়ের সম্ভাবনা আছে কেবল এফএ কাপে।

এ প্রতিযগীতার কোয়ার্টার ফাইনালে গতকাল বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমেও প্রথমে পিছিয়ে পড়ে সিটিজেনরা। তবে আর্লিং হলান্ডের পর ওমর মারমৌশের গোলে ২–১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চত হয় দলটির। তবে শেষ চার নিশ্চিত হওয়ার সাথে সাথে দুঃসংবাদও পেয়েছে দলটি।


বিজ্ঞাপন


বোর্নমাউথের ঘরের মাঠে খেলতে নেমে ২১ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানসিটি। তবে ৪৯ মিনিটে আর্লিং হলান্ড গোল করে দলকে সমতায় ফেরান। আর জয়সূচক গোলটি ৬৩ মিনিটে করেন মারমৌশ।

২-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সিটি, আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতেনটিংহাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে গার্দিওলার দল। এদিকে শেষ চার নিশ্চিত হলেও হলান্ডকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে সিটি।

বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছেন হলান্ড। এই চোটের কারণেই ৬০ মিনিটে মাঠ থেকে ওঠে যেতে হয় নরওয়েজিয়ান ফুটবলারকে। তবে হলান্ডের চোট কতোটা গুরুতর তা এখনো জানা যায়নি। ম্যাচ শেষে অবশ্য ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়েছেন হলান্ড।সেমিফাইনাল নিশ্চিত করে দুঃসংবাদ পেল ম্যানসিটি


বিজ্ঞাপন


চলতি মৌসুমে কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সম্ভাবনা নেই, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। ট্রফি জয়ের সম্ভাবনা আছে কেবল এফএ কাপে।

এ প্রতিযগীতার কোয়ার্টার ফাইনালে গতকাল বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমেও প্রথমে পিছিয়ে পড়ে সিটিজেনরা। তবে আর্লিং হলান্ডের পর ওমর মারমৌশের গোলে ২–১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চত হয় দলটির। তবে শেষ চার নিশ্চিত হওয়ার সাথে সাথে দুঃসংবাদও পেয়েছে দলটি।

বোর্নমাউথের ঘরের মাঠে খেলতে নেমে ২১ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানসিটি। তবে ৪৯ মিনিটে আর্লিং হলান্ড গোল করে দলকে সমতায় ফেরান। আর জয়সূচক গোলটি ৬৩ মিনিটে করেন মারমৌশ।

২-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সিটি, আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতেনটিংহাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে গার্দিওলার দল। এদিকে শেষ চার নিশ্চিত হলেও হলান্ডকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে সিটি।

বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছেন হলান্ড। এই চোটের কারণেই ৬০ মিনিটে মাঠ থেকে ওঠে যেতে হয় নরওয়েজিয়ান ফুটবলারকে। তবে হলান্ডের চোট কতোটা গুরুতর তা এখনো জানা যায়নি। ম্যাচ শেষে অবশ্য ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়েছেন হলান্ড।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub