বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

চ্যানেল নাইনের ঈদ আয়োজনে চরকি অলিজিনাল ফিল্ম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

loading/img

ঈদ আয়োজনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির ৭টি অরিজিনাল ফিল্মের। চ্যানেল নাইন–এ ঈদের দিন থেকে পরের ছয় দিন রাত ১০টা ৩০ মিনিট থেকে সিনেমাগুলো দেখতে পারবেন দর্শকরা। 

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম অভিনীত সিনেমা, সিয়াম–বুবলী জুটির প্রথম কাজ, পরীমণি ও রাজ জুটির একমাত্র কনটেন্ট– সবই থাকছে দর্শকদের জন্য। ঈদের ছুটিতে ঘরে বসে পরিবার, বন্ধু, স্বজনদের নিয়ে টিভি পর্দাতেই দেখে নেওয়া যাবে সিনেমাগুলো।


বিজ্ঞাপন


Paper_Add_300x250-_high_Quality

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ’সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, ডিপজলসহ অনেকে।

একই সময়ের ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে রায়হান রাফী পরিচালিত সিনেমা ’টান’। এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করেন সিয়াম ও বুবলী। ভিকি জাহেদ পরিচালিত সুনেরাহ বিনতে কামাল, জিয়াউল রোশান, খায়রুল বাসার অভিনীত ’শুক্লপক্ষ’ প্রচার হতে ঈদের তৃতীয় দিন। 

Punormilone_Poster


বিজ্ঞাপন


পরীমণি এবং শরিফুল রাজ জুটির প্রথম সিনেমা ’গুণিন’ দর্শকরা দেখতে পারবেন ঈদের চতুর্থ দিন রাত ১০টা ৩০ মিনিটে। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। একই সময়ে ঈদের পঞ্চম দিন প্রচার হবে অনম বিশ্বাস পরিচালিত, চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমা ’দুই দিনের দুনিয়া’।

ঈদের ষষ্ঠ ও সপ্তম দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ’পুনর্মিলনে’ এবং আদনান আল রাজিব পরিচালিত ’ইউটিউমার’। ’পুনর্মিলনে’–তে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তানসিয়া ফারিণ। অন্যদিকে ’ইউটিউমার’–এ আছেন প্রীতম হাসান এবং জিয়াউল হক পলাশ’।

টিভিতে সাধারণত যে ধরণের সিনেমা প্রচার হয়, সেই ধরণ থেকে বের হতেই চ্যানেল নাইন এর এই উদ্যোগ। কর্তৃপক্ষ জানান, দর্শকরা যেন ভিন্ন স্বাদের কনটেন্ট উপভোগ করতে পারেন, সে জন্যই চরকি অরিজিনাল ফিল্ম প্রচারে আগ্রহী হয়েছেন তারা।

shuklo_pokho_Poster

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ’চরকি প্রতি মাসেই মানসম্মত এবং বিভিন্ন জনরার অরিজিনাল কনটেন্ট মুক্তি দিচ্ছে। দর্শকরা এসব গল্প দেখে প্রশংসাও করছেন। এর ফলে টিভির দর্শকদেরও একটা আগ্রহ তৈরি হয়েছে চরকির কনটেন্ট দেখার। তাদের কাছে পৌঁছানোর জন্য চ্যানেল নাইনের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমার বিশ্বাস ঈদে এ কনটেন্টগুলো সবাই মিলে দেখলে তাদের সময় আরও আনন্দের হয়ে উঠবে। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

’সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ’টান’, ’শুক্লপক্ষ’, ’গুণিন’, ’দুই দিনের দুনিয়া’, ’পুনর্মিলনে’ এবং ’ইউটিউমার’ সিনেমাগুলো চরকিতে মুক্তি পেয়েছে বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে। চরকি অ্যাপ ডাউনলোড এ সাবস্ক্রাইব করে এসব সিনেমাসহ দেশি–বিদেশি আরও অনেক কনটেন্ট দেখতে পারবেন আগ্রহীরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub