বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

শাকিবের মতো ভালো মনের মানুষ দুটো হয় না: দর্শনা বণিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এক গুচ্ছ ছবি। এরইমধ্যে ছবিগুলোর টিজার, গান ও পোস্টার নজর কেঁড়েছে সিনেমাপ্রেমীদের। এবারের ঈদে আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে শাকিব খানের— ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’। 

সাব্বিরের প্রশংসায় পঞ্চমুখ শাকিব খান 


বিজ্ঞাপন


ঈদের আগেই ‘কিং খান’-এর জীবনে বইছে খুশির জোয়ার। আজ শুক্রবার ২৮ মার্চ অভিনেতার বিয়াল্লিশ তম জন্মদিন। শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেতার সহকর্মী ও শুভাকাঙ্খীরা। দীর্ঘদিন টলিউডে কাজের সুবাদে ভারতেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার অভিনেতার জন্মদিনে প্রশংসায় ভাসালেন ‘অন্তরাত্মা’ ছবির নায়িকা টলিউড অভিনেত্রী দর্শনা বণিক।

473619247_3443431499124482_2122947946689745986_n

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক স্বাক্ষাৎকারে শাকিবের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘শাকিব খুব ভালো মনের মানুষ। তিনি যে এত বড় মাপের একজন তারকা, সেটা আমাকে বুঝতেই দেননি। তার সঙ্গে কাজ করতে গিয়ে এই ছবিতে একাধিক স্মৃতি তৈরি হয়েছে। তবে আলাদা করে মনে রয়ে গিয়েছে তা হল শাকিবের তারকাসত্তা।’

শাকিব খান আমাকে সাহস ও শক্তি দিয়েছেন: ‘বরবাদ’-এর পরিচালক


বিজ্ঞাপন


দর্শনা যোগ করেন, ‘খুব মাটির মানুষ। শুটিং সেটে আসলেই সবাইকে হাসি-মজায় মাতিয়ে রাখতেন। বাংলাদেশের মানুষের অতিথি আপ্যায়নের কোনো তুলনা হয় না। সবাই খুব আন্তরিক ছিলেন। শাকিবের মতো ভালো মনের মানুষ দুটো হয় না। তাই জন্মদিনে একটাই কামনা, আরও ভালো কাজ করুক। খুব ভালো থাকুক শাকিব।’

472958060_3436519346482364_1100467794898687603_n

বলে রাখা ভালো, আসন্ন ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’য় শাকিবের বিপরীতে দেখা যাবে টলিপাড়ার অভিনেত্রী ও মডেল দর্শনা বণিকে। এই ছবিতেই ঢালিউড সুপারস্টারের সঙ্গে প্রথম অভিনয়। ২০২১ সালে বাংলাদেশের পাবনা জেলায় ছবির শুটিং হয়। চার বছর আগের এ ছবি হঠাৎ প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণায় অবাক হয়েছেন সিনেমাপ্রেমীরা।  

এই ছবিতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান – জাকের, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস, এস. এম. মহসিন, মারুফ খান প্রমুখ।   

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন