কিশোরগঞ্জ জেলা সদরের একরামপুর এলাকায় একটি ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত একটি মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ। পরে তা সেনাবাহিনীর তৎপরতায় নিরাপদে সরিয়ে রাখা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকানে ওই দোকানেরই মালিক মো. টুটুল মিয়া তার দোকানের ভেতরে প্রথমে মর্টার সেল দেখতে পান। এই অস্বাভাবিক বস্তুটি দেখতে পেয়ে তিনি তৎক্ষণাৎ ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার সেলটি শনাক্ত করে এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক রাত সোয়া ১টা নাগাত নিরাপত্তার স্বার্থে মর্টার সেলটিকে বালতির ভেতর বালু চাপা দিয়ে নিরাপদে সংরক্ষণ করে।
পুলিশ জানায়, নিরাপত্তার স্বার্থে ভাঙারি দোকানটি তালাবদ্ধ করে রাখা হয়েছে, এবং পরবর্তী সময়ে আজ সকালে সকালে ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম এসে মর্টার সেলটি উদ্ধার করে ধ্বংস করবে।
আরও পড়ুন
এই ঘটনাটি এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও, পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
প্রতিনিধি/এসএস