বরগুনায় ধর্ষিতা কিশোরী এবং ধর্ষণের বিচার চাওয়ায় নিহত মন্টু দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে বরগুনার কালীবাড়ি ভূক্তোভুগির বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি ও জাতীয় গীতা পরিষদের সভাপতি লায়ন আর কে দাশ রুপু, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক বিপ্লব পার্থ, চট্টগ্রাম কারাগারের পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সুজন দাশ, সুমন ঘোষ বাদশা, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডা. রাজীব বিশ্বাস, যুবদল নেতা বাবলু দেবনাথ, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রাজু দাশ, সুকান্ত মজুমদার।
এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক দপ্তর সম্পাদক মঞ্জুর মোর্শেদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট বরগুনা শাখার আহ্বায়ক মিল্টন গোয়ালী, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, যুবদল নেতা মেহরাব হোসেন আরিফ।
নেতৃবৃন্দরা বলেন, শিশু ও নারী নিপীড়ন এবং হত্যার ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সমাজে আতঙ্ক ও ভয়ের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে। বরগুনায় স্কুল থেকে ঘরে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ করা হলো। মেয়ের ধর্ষণের বিচার চাওয়ায় পিতা মন্টু দাসকে হত্যা করা হলো। এমন নির্মম হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার দাবি জানানো হয়।
এছাড়া উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে তিন কন্যাকে নিয়ে তারা এখন মানবেতর জীবন যাপন করছে। তাদের পাশে দাঁড়ানো জন্য সকল বিত্তবানদের আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে