রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সুমন গুলশান এলাকায় হাঁটছিলেন, এসময় ৫-৬ জন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। সুমনকে উদ্ধার করে রাত ১১টার দিকে হাসপাতালে আনা হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পুলিশের ধারণা, সুমনের মৃত্যুর পেছনে তার ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। নিহত সুমন রংপুর জেলার মিঠাপুকুর থানার বাসিন্দা ছিলেন, তবে বর্তমানে মহাখালী টিবি গেট এলাকায় বসবাস করতেন।
এইউ