আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।
এর আগে, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ সরকার ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইউনূসের বৈঠক করার জন্য চিঠি পাঠিয়েছিল, তবে সে সময় তা সম্ভব হয়নি। এরপর, গত বুধবার, ভারতীয় প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হলেও এখনও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের বৈঠকটি নিশ্চিত নয়।
বিজ্ঞাপন
এটি হলে, অন্তর্বর্তী সরকার ও ভারতের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম বৈঠক হবে। থাইল্যান্ডে আগামী ৩ এপ্রিল প্রধান উপদেষ্টা ইউনূস সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্যাংকক যাবেন এবং ৪ এপ্রিল ঢাকায় ফিরে আসবেন।
এইউ