নেত্রকোনার কলমাকান্দায় এক স্কুলছাত্রীকে নিপীড়ন, শ্লিলতাহানী ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার খাতে গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেংগা গ্রামের মো. রোকন বেগ (৪৫) ও তার ছেলে মো. দুর্জয় বেগ (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন, শ্লীলতাহানি ও কু-প্রস্তাব দিয়ে আসছিল দুর্জয়। এ ঘটনায় নালিশ দেওয়া হলেও তার বাবা রোকন ছেলেকে শাসন না করে উল্টো এ কাজে সহযোগিতা করেন। শেষে উপায় না পেয়ে বাবা-ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা। অভিযোগটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনে বলেন, গ্রেফতারকৃতদের আগামীকাল (শুক্রবার) সকালে আদালতে পাঠানো হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে