শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

টেকনাফে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

টেকনাফে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।


বিজ্ঞাপন


গ্রেফতাররা হলেন- সালেহ বাহিনীর প্রধান সালেহ (২৮) ও সহযোগী আনোয়ার সাদেক (২৩)।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় অভিযান চালানো হয়। এসময় সালেহ বাহিনীর প্রধান সালেহ এবং তার সহযোগী আনোয়ার সাদেককে তাদের বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গোলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর