রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

চাঁদপুরে তালিকাভুক্ত মাদক কারবারি রুবেল গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টে তালিকাভুক্ত মাদক কারবারি মো. রুবেল গাজীকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দিনগত রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত ওই এলাকায় সড়কে পুলিশের সঙ্গে সমন্বয়পূর্বক এই ভ্রাম্যমাণ চেকপোস্টে বসিয়ে গাড়ী তল্লাশি করে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বরেন, ফরিদগঞ্জ বর্ডার বাজার এলাকায় সড়কে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ী চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে পরিচালনা করা হয়। এসময় ৪০টি যানবাহন তল্লাশি করা হয়।

তিনি আরও বলেন, তল্লাশিকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি রুবেল গাজীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট, একটি নম্বর প্লেট বিহীন মোটরসাইকেল এবং একটি স্মার্টফোন মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতার মাদক কারবারিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর