রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, ৪২ প্রস্তাবে সম্মত নয় এলডিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৫:০০ এএম

শেয়ার করুন:

loading/img

রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। কমিশন তাদের কাছে ১৬৬টি প্রস্তাবের একটি স্প্রেডশিট পাঠালে, এলডিপি ১২০টি প্রস্তাবে একমত হলেও বাকি ৪২টি প্রস্তাবে তাদের আপত্তি রয়েছে। এছাড়া, ২টি প্রস্তাবে আংশিক একমত এবং ২টি প্রস্তাবকে অস্পষ্ট বলে মনে করে এলডিপি।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ গতকাল জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব তথ্য জানান। তিনি জানান, ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২০টি প্রস্তাবে একমত হলেও, সংবিধান সংস্কারের ৭০টি প্রস্তাবের মধ্যে ১৬টি প্রস্তাবে তারা একমত নয় এবং ১টি প্রস্তাব আংশিক একমত।


বিজ্ঞাপন


এছাড়া, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন, এবং নির্বাচন সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে এলডিপির বিভিন্ন মতামত ছিল। বিচার বিভাগ নিয়ে তারা ২৩টির মধ্যে ২২টি প্রস্তাবে একমত, তবে দুর্নীতি দমন ও নির্বাচনী সংস্কারের প্রস্তাবগুলোর ক্ষেত্রে তাদের কিছু আপত্তি রয়েছে।

অলি আহমদ আরও বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাব দুর্বল ছিল, এবং অতীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের কাগজপত্র সংগ্রহ করা উচিত ছিল।

এসময় এলডিপি’র পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেদোয়ান আহমেদসহ ৮ জন সদস্য, এবং জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর