শুক্রবার (২১ মার্চ) সকাল থেকে ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলে আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের মধ্যে যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আছড়ে পড়া দমকা অথবা ঝড়ো হাওয়ার কারণে বৃষ্টির আশঙ্কা রয়েছে এসব অঞ্চলে।
বিজ্ঞাপন
এদিকে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকলেও কিছু স্থান শিলাবৃষ্টির কবলে পড়তে পারে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্যে দু-একটি স্থানে দমকা হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে।
এছাড়া, দেশের অন্যত্র মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
এমন আবহাওয়া পরিস্থিতি সামাল দিতে পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।