রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার চান্দিনায় চাচার বিরুদ্ধে ১১ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। টাকার লোভ দেখিয়ে মাদরাসা পড়ুয়া ভাতিজিকে এক বছর ধরে ধর্ষণ করে চলছে আপন চাচা আবু সাঈদ (২১)। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর মা।

বৃহস্পতিবার (২০ মার্চ) চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


বুধবার (১৯ মার্চ) চাচা আবু সাঈদকে একমাত্র আসামি করে মামলাটি করেন ভুক্তভোগীর মা ও ধর্ষকের আপন ভাবী। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের দারোরা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের টাকাতোলার পাড় এলাকার আবু সাঈদ পরিবারের সঙ্গেই থাকেন। বড় দুই ভাই বিদেশে থাকায় বাড়িতে একমাত্র পুরুষ আবু সাঈদ। বড় ভাইয়ের মাদরাসা পড়ুয়া মেয়েকে আদরের অজুহাতে বিভিন্ন সময় স্পর্শকাতর স্থানে স্পর্শ করতো আবু সাঈদ। একসময় টাকার লোভ দেখিয়ে তার সঙ্গে যৌনতা শুরু করে। সর্বশেষে গত ফেব্রুয়ারি মাসে ঘরের দরজা বন্ধ করে আপন ভাতিজির সঙ্গে অপকর্ম করার সময় বড় দুই ভাবির হাতে ধরা পড়েন আবু সাঈদ। বিষয়টি পারিবারিকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়।

মামলার বাদী জানান, আমার মেয়েকে এক বছর ধরে নির্যাতন করেছে আবু সাঈদ। আমি পারিবারিকভাবে নয়, আইনের মাধ্যমে এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি পলাতক আছে। গ্রেফতারের চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর