চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে লাগা আগুনে একটি মুরগির দোকান ও প্রায় আড়াইশ হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৯ মার্চ) রাত ১টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেশপুর বাজারে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে ছুটে যায় স্থানীয়রা। পরে স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই দোকানঘর ও সেখানে থাকা সব হাঁস-মুরগি এবং খাবার পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. তাসেম আলী জানান, মুরগির দোকানদার হাসান আলী অনেক দেনাগ্রস্ত হয়ে দোকানটি স্থাপন করেছেন কয়েক মাস হলো। কিন্তু গভীর রাতের অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই হয়ে গেছে। ঈদের আগে এখন পথে বসার উপক্রম। এ কারণে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি হাসানের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন বলেন, এ নিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিক আমাদের কাছে আবেদন করলে তার ব্যবসাপ্রতিষ্ঠান পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিনিধি/ এমইউ