শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

শেরপুরে আরও দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৭:২২ এএম

শেয়ার করুন:

loading/img

শেরপুর সদর উপজেলায় অবৈধ আরও দুটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১৮ মার্চ) দিনব্যাপী অভিযানে ইটভাটা দুটি বন্ধসহ গুঁড়িয়ে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইট প্রস্তুতের চিমনি ধ্বংস করা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।


বিজ্ঞাপন


গুঁড়িয়ে দেওয়া ইটভাটা দুটি হলো— শেরপুর পৌর শহরের নৌহাটা এলাকার মেসার্স এ এইচ ব্রিকস ও সদর উপজেলার মির্জাপুর এলাকার মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স। আর আগে গতকাল নকলা উপজেলার আরও তিনটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি তাজওয়ার। অভিযানে আরও ছিলেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস।


বিজ্ঞাপন


জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub