পিরোজপুরে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ৫টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এসময় ৫টি ভাটার কাঁচা ইট ধ্বংস ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে এই নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদফতরের ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
বিজ্ঞাপন
জানা গেছে, পরিবেশ অধিদফতরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া ৬টি ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। এর মধ্যে রয়েছে– কুমিরমারা গ্রামে মেসার্স এম এস বি ব্রিকস, মেসার্স খান ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস, মেসার্স মিজান ব্রিকস, কেশরতা গ্রামের মেসার্স আর এম মি ব্রিকস, দক্ষিণ গাজীপুর গ্রামের মেসার্স এম টি বি ব্রিকস।
অবৈধ ইটভাটার বিষয়ে জানতে পেরে পরিবেশ অধিদফতর সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে অভিযান চালায়। অভিযানে পরিবেশ অধিদফতর ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন ৫টি ইটভাটাকে গুড়িয়ে এবং একটিকে বন্ধ করে দেন। অবৈধ ভাটাগুলোর একাংশ ভেকু দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। পরে ওই ইটভাটাগুলোতে ইট তৈরি ও পোড়ানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীনে জেলাসমূহের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে দফতর কতৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যায় ক্রমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, পিরোজপুর জেলা কার্যলয়ের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। এছাড়া এ দফতরের কর্মকর্তা ও কর্মচারী, পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটলিয়ন, বরিশাল ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে