ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। ভারতীয় এ লিগে খেলতে মুখিয়ে থাকেন সব দেশের ক্রিকেটাররা। এদিকে ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা আইপিএল ছাড়া আর কোনো দলের হয়ে খেলেন না। তবে আজ সকালে বিরাট কোহলির সিডনি সিক্সার্সের হয়ে খেলার খবর শুনে চমকে ওঠেন ক্রিকেট সমর্থকরা। স্টিভ স্মিথের সঙ্গে একই দলের হয়ে লিগে খেলবেন কোহলি, এমন খবর বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই।
তবে কোহলি সিডনির হয়ে খেলবেন এমন খবর দিয়ে মূলত ক্রিকেট সমর্থকদের বোকা বানিয়েছে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এর তিনবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স ঘোষণা দেয় যে বিরাট কোহলি আগামী দুই মৌসুমের জন্য তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এই খবর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, সৃষ্টি করে উন্মাদনা ও বিতর্ক। তবে বেশি সময় লাগেনি আসল সত্য জানতে। অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিটি দ্রুত স্পষ্ট করে দেয় যে এটি শুধুমাত্র একটি এপ্রিল ফুলের রসিকতা ছিল।
পরবর্তীতে, সিডনি সিক্সার্স তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে, "এপ্রিল ফুলস," যা নিশ্চিত করে যে কোহলি আসলে বিবিএলে যোগ দেননি। কোহলি বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
কোহলি বর্তমানে আরসিবির হয়ে আইপিএলে খেলছেন। এ কারণে তিনি যে বিগ ব্যাশে খেলতে পারেন এমন কথা কারোরই মাথায় আসেনি। আরসিবির হয়ে আইপিএলে ইতহাস গড়েই চলেছেন কিংবদন্তি এই ব্যাটার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল ইতিহাসে চেন্নাইয়ের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আইপিএলে ২৫৪ ম্যাচে ৮,০৯৪ রান করে এখনো টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। তার ঝুলিতে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ৫৬টি হাফ-সেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের পর কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় জানান, এখন তিনি ওয়ানডে, টেস্ট এবং আইপিএলেই খেলছেন।