বরিশালে নিজের চাষ করা তরমুজ চুরিতে বাধা দেওয়ায় কৃষক কুদ্দুস হাওলাদারকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে একদল যুবক।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
এ বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জের চরামদ্দি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই এনামুল হক শহীদ। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায় তাকে পিটিয়ে জখম করা হয়।
নিহত কৃষক কুদ্দুস হাওলাদার ওই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।
নিহত কুদ্দুসের মামাতো ভাই মজিবুর রহমান জানান, বাড়ির পাশের জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করেছিলেন কুদ্দুস হাওলাদার। স্থানীয় বখাটেরা তার জমি থেকে কিছু তরমুজ নিয়ে যাওয়ার পাশাপাশি চাঁদাও দাবি করে। এর প্রতিবাদ জানান কৃষক কুদ্দুস। এরপর বৃহস্পতিবার কুদ্দুসকে একা পেয়ে বেধড়ক পেটান মিরাজ, আনোয়ার, হাসনাইন, সরোয়ার সানি, মতিউর রহমান, ফয়সালসহ ১০-১৫ জন।
চরামদ্দি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই এনামুল হক শহীদ জানান, পার্শ্ববর্তী চরাদি এলাকার কিছু লোক রাতের আঁধারে কুদ্দুসের ক্ষেতের তরমুজ চুরি করে নিয়ে যাচ্ছিল। সম্প্রতি চোরেরা দিনের বেলায়ও তরমুজ চুরি করছিল। তাতে বাধা দিলে তাকে ক্ষেতের পাশে থাকা রেইনট্রি গাছের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই বখাটেরা।
বিজ্ঞাপন
এসআই এনামুল হক আরও বলেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিনিধি/ এমইউ