আইপিএলের এবারের মৌসুমে টানা দুই ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরাজয়ের পর গতকাল গুজরাট টাইটান্সের কাছে হেরেছেন রোহিত শর্মারা। এদিকে গুজরাটের বিপক্ষে ম্যাচটিই ছিল এবারের আসরে হার্দিক পান্ডিয়ার প্রথম। নিষেধাজ্ঞার কারণে সিএস্কের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
এদিকে এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই আবার শাস্তির মুখে পড়েছেন হার্দিক। গতকাল টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ৯ উইকেটে ১৯৬ রান তুলে থামে গুজরাট। এরপর রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৬০-এ থামে মুম্বাই। যার ফলে ৩৬ রানের ব্যবধানে জয় গিলের গুজরাটের।
বিজ্ঞাপন
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে হার্দিক পান্ডিয়াকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ' আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ অনুচ্ছেদের অধীনে তার(হার্দিক) দলের প্রথম ঘটনা (স্লো ওভার রেট) তাই সর্বনিম্ন শাস্তি হিসেবে পান্ডিয়াকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।'
এদিকে টানা দুই হারের পর ব্যাটারদের ব্যর্থতার কথাই জানিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক। ম্যাচ শেষে তিনি বলেন, “সবে দুটো ম্যাচ হয়েছে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আশা করি সেটা দ্রুত করে দেখাতে পারবে আমাদের ব্যাটসম্যানেরা।”
গুজরাটের বিপক্ষে হারের কারণ হিসেবে তিনি বলেন, “ফিল্ডিং করার সময়ও আমরা পেশাদারিত্ব দেখাতে পারিনি। অতিরিক্ত ২০-২৫ রান দিতে হয়েছে।”