টাটা মোটরসের নতুন ইভি মডেল হ্যারিয়ার ইভি বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। কয়েক বছর আগে অটো এক্সপোতে প্রথমবার কনসেপ্ট মডেল হিসেবে এই ইলেকট্রিক এসইউভি আত্মপ্রকাশ করেছিল। এরপর ২০২৪ সালের বিএমজিই-তে প্রায় প্রোডাকশন রেডি ভার্সন এবং ২০২৫ সালের ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে সম্পূর্ণ ফাইনাল প্রোডাকশন মডেল প্রকাশ করা হয়। সব মিলিয়ে, এটি খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে এই পরিবেশবান্ধব গাড়ি।
টাটা হ্যারিয়ার ইভিতে থাকছে শক্তিশালী ব্যাটারি
বিজ্ঞাপন
টাটা হ্যারিয়ার ইভিতে দুইটি ব্যাটারি প্যাকের বিকল্প থাকছে, যার মধ্যে বড় ব্যাটারিটি ৭৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ইউনিট হতে পারে। এই ব্যাটারিটি একবার চার্জে ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম হবে বলে জানা গিয়েছে। এছাড়াও, একটি ছোট ব্যাটারি অপশন থাকবে, যা বিভিন্ন ভেরিয়েন্টের মাধ্যমে গ্রাহকদের বিকল্প সুবিধা দেবে।
এটি ডুয়াল-মোটর অল-হুইল-ড্রাইভ (এডব্লিউ) সিস্টেমের সঙ্গে আসছে, যেখানে উভয় এক্সেলে পৃথক মোটর থাকবে। টাটা দাবি করছে যে, এই ইলেকট্রিক এসইউভি ৫০০ এনএম পর্যন্ত পিক টর্ক উৎপন্ন করবে, যা অত্যন্ত শক্তিশালী একটি আউটপুট। এছাড়া, এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে, যা ব্যাটারির দ্রুত টপ-আপ নিশ্চিত করবে।
ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তি
বিজ্ঞাপন
হ্যারিয়ার ইভির ডিজাইন প্রায় আগের কনসেপ্ট মডেলের মতোই রাখা হয়েছে। এটি বাজারে সরাসরি প্রতিযোগিতা করবে মাহিন্দ্রা এক্সইভি ৯ই, হুন্দাই ক্রিয়েটা ইলেকট্রিক এবং আসন্ন ই-ভিটারার সঙ্গে। টাটা হ্যারিয়ার ইভির লঞ্চের পর, কোম্পানি তার ইলেকট্রিক পোর্টফোলিও আরও প্রসারিত করতে চলেছে।
টাটা সিয়েরা ও ইলেকট্রিক সংস্করণে ফিরবে এবং এটি আইসিই ভার্সনেও পাওয়া যাবে। এছাড়া, টাটা তার অ্যাভিনিয়া সিরিজের প্রিমিয়াম ইলেকট্রিক এসইউভিও ভবিষ্যতে বাজারে আনতে চলেছে।
হ্যারিয়ার ইভি শুধুমাত্র আইসি ইঞ্জিনযুক্ত হ্যারিয়ার ইলেকট্রিক সংস্করণ নয়, বরং এটি আরও বেশি আধুনিক এবং কার্যকরী হবে। এতে ভেইকেল টু লোড (ভিটুএল) এবং ভেইকেল টু ভেইকেল (ভি২ভি) চার্জিং সুবিধা থাকবে, যা গাড়িটিকে চলার পাশাপাশি অন্যান্য ডিভাইস বা গাড়িতে চার্জিং সুবিধা দেবে।
আরও পড়ুন: গরমে গাড়ির যত্ন
এই ইলেকট্রিক এসইউভি তৈরি হয়েছে টাটার জেনারেশন ২ আর্কিটেকচারের ওপর, যা ওএমইজিএ আর্ক প্ল্যাটফর্মের উন্নত সংস্করণ। ফলে এটি আরও মজবুত স্ট্রাকচার, উন্নত ইলেকট্রিফিকেশন ক্ষমতা এবং আধুনিক ফিচার নিয়ে আসবে।
প্রসঙ্গত, টাটা হ্যারিয়ার ইভির আনুষ্ঠানিক লঞ্চ খুব শিগগিরই হতে চলেছে এবং এটি ভারতের ইলেকট্রিক এসইউভি মার্কেটে নতুন দিগন্ত উন্মোচন করবে। শক্তিশালী ব্যাটারি, আধুনিক টেকনোলজি, এবং টাটা মোটরসের বিশ্বস্ততা এই গাড়িটিকে বাজারে অন্যতম জনপ্রিয় এসইউভি করে তুলতে পারে।
এজেড