সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ইংলিশদের নেতৃত্বের ক্ষেত্রে দুইটি নাম বারবার সামনে এসেছে। একটি বেন স্টোকস, অপরটি হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত তরুণ ব্রুকের কাঁধেই নেতৃত্বের ভার থাকবে নাকি অভিজ্ঞ স্টোকসই দায়িত্ব নিবেন তা জানা যাবে সময় হলেই। এর আগে ইংল্যান্ডের নেতৃত্বে কে আসবেন তা নিয়ে ব্যতিক্রমী এক প্রস্তাব দিয়েছেন ইংলিশদের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগ্যান।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মরগান মনে করেন, সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক নিয়োগের ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তার মতে, টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে বড় টুর্নামেন্টের জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া যেতে পারে।
বিজ্ঞাপন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়েছেন জশ বাটলার। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান মনে করেন, স্টোকসের নেতৃত্বে একটি ভিন্নধর্মী পরিকল্পনা নেওয়া যেতে পারে। এতে কোনো নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দলকে নেতৃত্ব দেবেন স্টোকসের সহকারী, আর বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে অধিনায়ক হিসেবে স্টোকস দায়িত্ব নেবেন।
ইসিবির ছেলেদের ক্রিকেট ডিরেক্টর রব কি এ মাসের শুরুর দিকে বলেছিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে স্টোকসকে বিবেচনা না করাটা ‘মূর্খতা’ হবে। ৩৩ বছর বয়সী স্টোকস ২০২২ সাল থেকেই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরে আর সীমিত পরিসরের ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলেননি তিনি।
এদিকে স্টোকসকে অধিনায়ক করার বিষয়ে স্কাই স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে মরগ্যান বলেন, ‘আমার মনে হয়ে বেন স্টোকসকে দায়িত্ব দিতে গিয়ে একটু অপ্রথাগত পথে হাঁটা যায়। যেখানে স্টোকসকে পূর্ণকালীন অধিনায়কত্ব করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। এমন একটা ব্যবস্থা করতে হবে, যেখান বেন (স্টোকস) আসা–যাওয়ার মধ্যে থাকবে। বড় টুর্নামেন্টের আগে সে প্রস্তুতি নেবে, সেখানে অধিনায়কত্ব করবে, এরপর বাইরে চলে যাবে। এরপর আরেকটি বড় টুর্নামেন্ট না আসা পর্যন্ত শুধু টেস্ট ক্রিকেট নিয়েই ভাববে।’
তবে তরুণ ব্যাটসম্যান হ্যারি ব্রুককে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ব্রুককে উচ্ছ্বসিত মরগ্যান। গত গ্রীষ্মে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে জস বাটলারের অনুপস্থিতিতে ব্রুক ইংল্যান্ডের নেতৃত্ব দেন এবং মরগান তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, "অধিনায়কত্ব ব্রুকের ওপর কোনো চাপ তৈরি করেনি, যা ভালো দিক। তিনি এক সম্ভাব্য বিকল্প হতে পারেন, বিশেষ করে যদি দল ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। তিন-চার বছর পরের পরিকল্পনা করলে, হ্যারি ব্রুক চমৎকার অধিনায়ক হতে পারেন। গত বছর শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে অধিনায়কত্ব করে তিনি দারুণ ছাপ ফেলেছেন।"