লা লিগায় গতকাল লেগানেসের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এ ম্যাচে ৩-২ গোলের দারুণ এক জয় পেয়েছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের জেতানোর ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। এই জয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে ছুঁয়েছে রিয়াল, আর এমবাপে ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
লেগানেসের বিপক্ষে ম্যাচটিতে গতকাল রিয়ালকে প্রথম লিড এনে দেন এমবাপেই। ৩২ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি। তবে এমবাপের গোলের পরই জালের দেখা পান লেগানেসের দিয়েগো গার্সিয়া। ম্যাচে সমতা ফেরার পর রিয়াল বিরতিতে যায় এক গোলে পিছিয়ে থেকে। ৪১ মিনিটে দানি রাবা গোল করে লেগানেসকে লিড এনে দেন।
বিজ্ঞাপন
এদিকে বিরতি থেকে ফেরার পরই জালের দেখা পান রিয়ালের জুড বেলিংহাম। ৪৭ মিনিটে গোল করেন তিনি। এরপর ম্যাচের ৭৬ মিনিটে সেট পিস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে জয় এনে দেন এমবাপে।
এই গোলে দলকে জেতানোর পাশাপাশি রোনালদোর রেকর্ডও ছুঁয়েছেন এমবাপে। রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে (২০০৯-১০) সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেছিলেন রোনালদো। আর গতকাল জোড়া গোল করে নিজের প্রথম মৌসুমে এমবাপেও ৩৩ গোল করার মাইলফলক ছুঁয়েছেন। এমবাপের সামনে এখন সুযোগ রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার।
এদিকে রোনালদোকে ছুঁয়ে ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘এটা খুব বিশেষ কিছু। রোনালদোর সমান গোলসংখ্যা হওয়াটা সব সময় ভালো কিছু। আমরা জানি, রিয়াল মাদ্রিদ এবং আমার জন্য রোনালদো আসলে কী! আমাদের কথা হয়, সে আমাকে অনেক পরামর্শ দেয়। সে অনেক গোল করেছে। তবে আমাদের শিরোপাও জিততে হবে।’