বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (০৪ এপ্রিল) দুপুরে এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 


বিজ্ঞাপন


গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে।

এই বৈঠককে বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে।

486600666_3971432663069959_5267706734818953462_n

আজ সকালে বিমসটেকের বর্তমান চেয়ারপারসন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। সম্মেলনে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এরপরই মোদি ও ড. ইউনূসের বৈঠকের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন-

বিমসটেক সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থে কাজ করার আহ্বান ড. ইউনূসের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, সিএ-এর প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র সচিব মো. জসিমসহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

489331377_634276026138866_5255608914423447506_n

এর আগে গতকাল বিমসটেক সম্মেলনের নৈশভোজে মোদি ও ড. ইউনূসের সাক্ষাৎ হয়। তারা কুশলাদি বিনিময় করেন।  নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের শেষ দিন আজ এই জোটের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন ড. ইউনূস।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর