মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

আইপিএলে ইতিহাস লঙ্কান অলরাউন্ডারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

আইপিএলে ইতিহাস লঙ্কান অলরাউন্ডারের

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেকে একই ওভারে দুই হাতে বল করে ইতিহাস গড়লেন কামিন্দু মেন্ডিস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।অদ্ভুতুড়ে এক বোলিং অ্যাকশনে নতুন এক রেকর্ডও গড়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডান-বাম দুই হাতে বোলিং করে উইকেটও পেয়েছেন এই শ্রীলঙ্কান ক্রিকেটার।

অথচ এই আইপিএলে খেলারই কথা ছিল না মেন্ডিসের। নিলামে মাত্র ৭৫ লাখ রুপিতে তাকে কিনেছিল হায়দরাবাদ। আইপিএল শুরুর ঠিক আগে প্রেমিকা নিশনিকে বিয়ে করেছিলেন মেন্ডিস। কথা ছিল, পরবর্তী কয়েক সপ্তাহ মধুচন্দ্রিমায় কাটাবেন। তবে সেটা বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত খেলতে এসেছেন আইপিএলে।


বিজ্ঞাপন


কলকাতার বিপক্ষে যখন বোলিংয়ে আসেন মেন্ডিস,  প্রথমে বোলিং করেছেন ডান হাতে। ওভারের তৃতীয় বলে সেই মেন্ডিসই বোলিং করলেন বাম হাতে। আর সেই বলেই তুলে নিয়েছেন রঘুবংশির উইকেট। মেন্ডিসের এমন কাণ্ডে বেশ অবাক হয়েছে প্রতিপক্ষ ও ধারাভাষ্যকাররা।

ডান-বাম দুই হাতে বোলিং তো অনেকেই করেছেন, কিন্তু আইপিএলের ইতিহাসে এর আগে এভাবে বোলিং করে কেউই উইকেটের দেখা পাননি। টুর্নামেন্টের ১৮তম আসরে এসে অবশেষে উইকেট পেলেন দুই হাতে বোলিং করা কোনো ক্রিকেটার। রঘুবংশিকে আউট করে তাই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মেন্ডিস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর