ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেরই এক কিংবদন্তির নাম মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটবে ভারতের সাবেক এই অধিনায়ক বিদায় বলেছেন আরও আগেই, তবে আইপিএলে এই ৪৩ বছর বয়সেও খেলে যাচ্ছেন তিনি। কিন্তু আগের মতো চিরচেনা রূপে আর দেখা মিলেনা এই উইকেটরক্ষক ব্যাটারের। ফলে তাঁকে নিয়ে অনেক কথাও ওঠছে।
আইপিএলের এবারের মৌসুমে চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত খেলেছে ৩ ম্যাচ। এই ৩ ম্যাচেই ধোনি ব্যাট করেছেন টেইলএন্ডার হিসেবে। প্রথম ম্যাচে ৮ নম্বরে নেমেছিলেন তিনি, তবে তার রানের খাতা খোলার আগেই জিতে যায় দল। এরপরের ম্যাচে ৯ নম্বরে নেমে খেলেন অপরাজিত ১৬ বলে ৩০ রানের ইনিংস।
বিজ্ঞাপন
তবে ধোনির ব্যাটে ঝড় উঠলেও চেন্নাইয়ের জেতা হয়নি। এরপর সবশেষ ম্যাচে ৭ নম্বরে নেমে খেলেছেন ১১ বলে ১৬ রানের ইনিংস। চেন্নাই এই ম্যাচটাও হেরেছে। উইকেটরক্ষক ব্যাটার, তার চেয়ে বড় কথা ফিনিশার হয়েও ধোনি এতো নিচের দিকে কেনো ব্যাতিংয়ে নামছেন তাই নিয়েই সবার প্রশ্ন।
তবে ধোনির নিচের দিকে খেলার একটি ব্যাখ্যা দিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। ফিটনেস এবং শারিরীক বিষয়ের কারণেই ধোনিকে নিচে খেলতে হয় বলে জানান তিনি। ফ্লেমিং বলেন, ‘ধোনি নিজের শরীর ভালোভাবে বোঝে। ওর হাঁটু আর আগের মতো নেই। ওকে হয়তো দেখলে বোঝা যাবে না, কিন্তু ওকে হাঁটুর খেয়াল রাখতে হয়। ১০ ওভার ব্যাট করার ক্ষমতা ধোনির নেই। কারণ, ব্যাটিংয়ের পাশাপাশি দৌড়ে রান নেওয়ার ব্যাপারও আছে। আর এটা ভুলে গেলে চলবে না, ধোনিকে ২০ ওভার উইকেটের পিছনেও থাকতে হয়।’
এদিকে ধোনির জায়গায় এমন কেউ হলে যে এভাবে খেলার সুযোগ পেতেন এমন কথাও বলছেন অনেকে। তবে সাবেক ক্যারিবীয়ান কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল আবার ধোনিকে সাধারাণ একজন ক্রিকেটারের কাতারে রাখতে চান না। তার মতে, আইপিএলে ধোনি খেলার কারণে এ টুর্নামেন্টেরই লাভ হচ্ছে। ফলে আইপিএলের কারণেই ধোনির খেলা দরকার।
ইনসাইড স্পোর্টকে গেইল বলেন, ‘ধোনি আইপিএলকে যা দিয়েছে, অন্য কারও সঙ্গে তাঁর তুলনা হওয়া উচিত নয়। আইপিএলে ধোনির উপস্থিতি অনেক বাড়তি কিছু যোগ করে। ধোনিকে যদি যত বেশি সম্ভব দেখতে চান, ওকে চাপে ফেলা বাদ দিন। এটা করলে ওর মতো একজন দুর্দান্ত ব্যক্তিত্বের মানুষ এবং ক্রিকেটারকে ভুল বার্তা দেওয়া হতে পারে। ওর মতো একজন কিংবদন্তিকে এই বার্তা দেওয়া ঠিক হবে না, কারণ সে আইপিএলকে এত কিছু দিয়েছে।’